প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ১৪:৫৬
বাংলা নববর্ষ উপলক্ষে ফরিদগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ফরিদগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ এপ্রিল ২০২৫) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতায় তিনটি বিভাগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শিশুরা নিজেদের মতো করে রংতুলি দিয়ে বাংলার অপরূপ সৌন্দর্যকে তুলে ধরার চেষ্টা করেছে।
আয়োজকদের পক্ষে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ জানান, বাংলার রূপ বৈচিত্র্য সর্ম্পকে অবহিত করতে উপজেলা প্রশাসনের এই আয়োজন। এই আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এ সময় উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওয়ালি উল্লাহসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।