প্রকাশ : ০১ এপ্রিল ২০২৫, ১৯:৪৩
সড়কের পাশে পথিকের প্রশান্তির ঘুম !

শরীরকে আরাম দেয়ার উত্তম উপায় হলো ঘুম।
|আরো খবর
দেহের জন্যে খাবার যেমন প্রয়োজন তেমনি প্রয়োজন পরিমিত ঘুম। ঘুম আল্লাহতাআলার বিশেষ এক নেয়ামত। এর মাধ্যমে মানুষ সতেজতা লাভ করে। মানুষের শরীর ফিরে পায় শক্তি। পর্যাপ্ত ঘুম না হলে সব কাজে ব্যাঘাত ঘটে।
ঈদের আনন্দে শিশু-কিশোরদের হৈচৈ আর যানবাহনের বিকট শব্দে সড়কে যখন উচ্চ আওয়াজে সরগরম, তখনই ঈদের দিনে
সড়কের পাশে দেখা যায় পথিকের প্রশান্তির ঘুম। পথেই বিছানা করে পায়ের উপরে পা দিয়ে ঘুমে বিভোর হয়ে আছেন তিনি।
চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডের খলিশাডুলী-এনায়েতনগর সড়কের মির্জাপুর রেললাইন এলাকা থেকে সোমবার (৩১ মার্চ ২০২৫) ঈদুল ফিতরের দিন বিকেল ৪টায় ছবিটি তুলেছেন দৈনিক চাঁদপুর কণ্ঠের সিনিয়র রিপোর্টার মো. আবদুর রহমান গাজী।