মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২১

হাজীগঞ্জের আওয়ামী লীগ নেতা হাজী জসিম দুদিনের রিমান্ডে

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জের আওয়ামী লীগ নেতা হাজী জসিম দুদিনের রিমান্ডে

হাজীগঞ্জে হত্যা মামলার আসামী হিসেবে স্থানীয় আওয়ামী লীগ নেতা হাজী জসিম উদ্দিনের দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত। হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন হাজীগঞ্জের টোরাগড় গ্রামের আজাদ সরকার হত্যা মামলার এজাহারভুক্ত আসামী। এই মামলায় পুলিশ হাজী জসিমের রিমান্ড আবেদন করে। রোববার (২ ফেব্রুয়ারি ২০২৫ ) রিমান্ড শুনানি শেষে আদালত এ আদেশ দেয়। সারাদেশে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনকে ঘিরে গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হাজীগঞ্জে আজাদ সরকার (৫০)কে কুপিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি হিসেবে তাকে এ রিমান্ড দেয়া হয়েছে।

জানা যায়, রোববার কারাগার থেকে হাজী জসিম উদ্দিনকে আদালতে হাজির করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্যে সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা। অন্যদিকে আসামির আইনজীবী রিমান্ডের আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে হাজী জসিম উদ্দিনকে দুদিনের রিমান্ডের আদেশ দেন আদালত। বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, আদালত রিমান্ড মঞ্জুর করেছেন। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, আজাদ সরকার হত্যা মামলার নামীয় আসামি হিসেবে গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৫) হাজী জসিম উদ্দিনকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করে যৌথবাহিনী। হত্যাকাণ্ডের শিকার আজাদ সরকার হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ড টোরাগড় এলাকার সরকার বাড়ির মৃত আনু সরকারের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্রদের অসহযোগ আন্দোলনের প্রথমদিন ৪ আগস্ট রোববার বিকেলে নিজ বসতবাড়ির সামনে হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হিমেলের বাবা আজাদ সরকারকে কুপিয়ে গুরুতর আহত করেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা। পরে তিনি ওইদিন রাতেই কুমিল্লায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনার গত ১৪ আগস্ট বুধবার হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ছেলে হিমেল সরকার। মামলার এজাহারে আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করা হয়। ওই মামলার নামীয় আসামি হিসেবে রাজধানী ঢাকা থেকে জসিম উদ্দিনকে গ্রেফতার করে র‌্যাব ও পুলিশের একটি আভিযানিক দল। প্রসঙ্গত, আজাদ সরকার হত্যা মামলার আসামিরা হলেন পৌরসভাধীন ৮নং ওয়ার্ড টোরাগড় এলাকার কাজী বাড়ির ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিঠু কাজী, সাবেক সাধারণ সম্পাদক মোবারক কাজী, আওয়ামী লীগ নেতা বশির কাজী, বাদল কাজী ও নুরু কাজী, ছাত্রলীগ নেতা তুষার কাজী, রাকিব কাজী, সিয়াম কাজী ও রুবেল কাজী। অপর আসামিরা হলেন পৌরসভাধীন মকিমাবাদ এলাকার বাসিন্দা ও পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বি, সাবেক সাধারণ সম্পাদক শুকুর আলম শুভ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হুমায়ন আজাদ ও গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মৈশামূড়া গ্রামের আবুল বাসারের ছেলে সুমন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়