প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ২০:২৩
জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকীতে চাঁদপুর জেলা বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
একাত্তরে স্বাধীনতা ঘোষণায় জিয়াউর রহমান আর চব্বিশে ছাত্র জনতার আন্দোলন পরিচালনায় ছিলেন তারেক রহমান
--শেখ ফরিদ আহমেদ মানিক
কেন্দ্রীয় বিএনপির প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, মহান মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, আর ৫ আগস্টের নতুন স্বাধীনতায় ছাত্র-জনতার আন্দোলন পরিচালনা করেছেন তারেক রহমান। আজকে যারা বড়ো বড়ো কথা বলেন, তারা স্বাধীনতা যুদ্ধের সময় কোথায় ছিলেন? আমাদের মুক্তিযোদ্ধারা কখনোই জিয়াউর রহমানকে খাটো করে অবহেলা করে কোনো কথা বলেন নি। বিগত ১৫টি বছর স্বাধীনতার ইতিহাসকে মিথ্যা ইতিহাসে পরিণত করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯ দফা দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আগামীতে রাষ্ট্র কীভাবে চলবে তার ৩১ দফার কর্মসূচিও দিয়েছেন তারেক রহমান। সেদিন দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের চক্রান্ত ছিলো জিয়াউর রহমানকে নিয়ে। জিয়াউর রহমানকে বাঁচিয়ে রাখলে বাংলাদেশকে দাবিয়ে রাখা যাবে না। তাই তাকে হত্যা করা হয়। আগামীতে শহীদ জিয়ার আদর্শকে ধারণ ও লালন করে আমরা যদি এই বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই, তাহলে কখনোই আমরা কোনো প্রকার দুর্নীতিতে অংশ নেবো না।
|আরো খবর
রোববার (১৯ জানুয়ারি ২০২৫) সকালে দলীয় কার্যালয়ে চাঁদপুর জেলা বিএনপি আয়োজিত মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ ফরিদ আহমেদ মানিক আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন বিচক্ষণ মানুষ। তাঁকে নিয়ে ইতিহাস বিকৃত করার চেষ্টা করা হয়েছে বার বার। তবে সত্যের জয় চিরন্তন।ফ্যাসিবাদের দোসররা তারেক রহমানের নামে বিভিন্ন অপপ্রচার চালিয়েছে। ৫ আগস্টের পর ন্যায় বিচারের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে। শহীদ জিয়ার আদর্শে ও তারেক রহমানের নেতৃত্বে আমরা এক ও ঐক্যবদ্ধ থেকে রাজপথে বলীয়ান থাকবো এই হোক আজকের অঙ্গীকার।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরীর পরিচালনায় আলোচনা করেন জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, সহ-সভাপতি ডিএম শাহজাহান, যুগ্ম সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আফজাল হোসেন ও দপ্তর সম্পাদক হযরত আলী। এছাড়া আরো আলোচনা করেন জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, জেলা তাঁতী দলের সদস্য সচিব মজিবুর রহমান লিটন, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জসিম উদ্দিন পাটোয়ারী ও বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ। ওলামা দলের নেতা ইসমাইল হোসেন শেখের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা সভা। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পরে সবার মাঝে তবররুক বিতরণ করা হয়।