সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ১৯:০৪

শীতবস্ত্র উপহার দিলো চাঁদপুর চেম্বার অব কমার্স

স্টাফ রিপোর্টার
শীতবস্ত্র উপহার দিলো চাঁদপুর চেম্বার অব কমার্স

চাঁদপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে কয়েক শতাধিক অসহায় শীতার্ত মানুষকে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়েছে। রোববার (১৯ জানুয়ারি ২০২৫) দুপুরে চাঁদপুর শহরের পুরাণবাজার চেম্বার ভবনে এই শীতবস্ত্র উপহার প্রদান করা হয়।

উপহারের মধ্যে ছিলো কম্বল ও সুয়েটারসহ শিশু এবং বড়োদের বিভিন্ন শীতবস্ত্র। উপহার প্রাপ্তরা হলেন প্রতিবন্ধী, লেবার, শ্রমিক, ডিঙ্গি মাঝিসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার সুবিধাবঞ্চিত মানুষজন। শীত উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পরিচালক গোপাল চন্দ্র সাহা ও পরেশ মালাকার। এ সময় চাঁদপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায় বলেন, চাঁদপুর চেম্বার অব কমার্স দেশের 'এ' গ্রেড মানের একটি চেম্বার ও ব্যবসায়ীদের সংগঠন। সামাজিক দায়বদ্ধতা থেকে এই প্রচণ্ড শীতে শীতার্তদের সহযোগিতার জন্যে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও চেম্বারের এমন সব সামাজিক এবং মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

সমাজের বিত্তশীলদের নিজ নিজ অবস্থান থেকে গরিব-দুঃখী মানুষের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। শীত-উপহার বিতরণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সচিব আব্দুল মোতালেব শেখ টুটুল। তাকে সহযোগিতা করেন চেম্বারের স্টাফ গোপাল চন্দ্র দাস, মনির হোসেন ও হাবিবুর রহমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়