শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় খালু কর্তৃক দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার
  •   সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান করায় ইমামকে চাকরি ছাড়ার নির্দেশ!
  •   এনআইডিতে ভোটার এলাকা হিসেবে থাকছে না বর্তমান ঠিকানা
  •   জাহাজে ৭ খুনের রহস্য উদ্‌ঘাটনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি
  •   নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ মিললো পুকুরে

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৬

জাসাসের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার

প্রেস বিজ্ঞপ্তি
জাসাসের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস)-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয় সংস্কৃতি চর্চা এবং এর বিকাশের লক্ষ্যে ১৯৭৮ সালের ২৭ ডিসেম্বর 'বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন' (জাসাস) প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে চাঁদপুর জেলা জাসাস কমিটি।

শুক্রবার (২৭ ডিসেম্বর ২০২৪) বাদ আসর চাঁদপুর শহরের মেথা রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিম উল্লাহ সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান ও জেলা বিএনপির প্রচার সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শোয়েব কলিম। সঞ্চালনা করবেন জেলা জাসাসের সদস্য সচিব মোবারক হোসেন শিকদার। আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়