বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ২১:০৬

চাঁদপুরে আইফোন কিনতে এসে প্রতারকের খপ্পরে মাদারীপুরের তিন যুবক আহত

গোলাম মোস্তফা
চাঁদপুরে আইফোন কিনতে এসে প্রতারকের খপ্পরে মাদারীপুরের তিন যুবক আহত

চাঁদপুরে আইফোন থার্টি প্রো কিনতে এসে মাদারীপুরের তিন যুবক প্রতারকদের হামলায় আহত হয়েছেন। তাদেরকে মারধর ও ছুরিকাঘাত করে সঙ্গে থাকা নগদ অর্থ নিয়ে যায় প্রতারক চক্র। অপরদিকে প্রতারক চক্রের সদস্যরা মাদারীপুর থেকে আসা যুবকদের ছুরিকাঘাত করতে গিয়ে নিজেরাই আহত হওয়ার ঘটনাও ঘটেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৪ ডিসেম্বর ২০২৪) দুপুর ১টায় চাঁদপুর প্রেসক্লাব ঘাট সংলগ্ন এলাকায়। খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। আহতরা হলেন : চাঁদপুর শহরের ব্যাংক কলোনী এলাকার শফিকুল ইসলামের ছেলে আফনান (১৮), মাদারীপুরের কালকিনি থানার শিকিরমঙ্গল গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. আল-আমিন (২৪), একই এলাকার সোলায়মান মিয়ার ছেলে রাহাত (১৮) ও জিয়াউর রহমানের ছেলে আরাফাত হাসান জিহাদ (১৮)। এদের মধ্যে ব্যাংক কলোনি এলাকার আফনান প্রতারক চক্রের সদস্য। জানা যায়, চাঁদপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতারক চক্র আইফোন থার্টি প্রো বিক্রি করা হবে বলে একটি বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপনটি নজরে আসে মাদারীপুরের আল-আমিনের। পরে মঙ্গলবার সকাল ৮টায় মোটরসাইকেলযোগে চাঁদপুরের উদ্দেশে মাদারীপুর থেকে রওনা হন তিন বন্ধু আল-আমিন, রাহাদ ও জিহাদ। দুপুর ১২টায় চাঁদপুর শহরের কালীবাড়িতে এসে পৌঁছান তারা। প্রতারক চক্রের সদস্যরা তাদেরকে নিয়ে যায় চাঁদপুর প্রেসক্লাব ঘাটের পিছনে নদীর পাড়ে। সেখানে প্রতারক চক্রের সদস্যরা যুবকদের পেটে ছুরি ধরে তাদের সঙ্গে থাকা নগদ টাকা নিয়ে যায় এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় আফনান তার সাথের প্রতারক চক্রের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রতারক চক্রের সদস্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসা শেষে মাদারীপুরের তিন বন্ধু বর্তমানে চাঁদপুর সদর মডেল থানায় পুলিশ হেফাজতে রয়েছেন। মাদারীপুরের আল-আমিন, রাহাদ ও জিহাদ বলেন, আফনান প্রতারক চক্রের সদস্যদের সঙ্গে ছিল। আমাদেরকে ছুরি দিয়ে আঘাতের সময় তা আফনানের পেটে লাগে। আমাদের কাছ থেকে নগদ প্রায় ৩০ হাজার টাকা তারা নিয়ে গেছে। তারা প্রায় ১৭-১৮ জন ছিলো। আমাদের মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। পুলিশ আসায় নিতে পারেনি। আহত আফনানের মা জানান, তার বাবা চাঁদপুরে চাকরি করেন। সেই সুবাদে ৭-৮ দিনের জন্যে চাঁদপুর বেড়াতে এসেছেন। আফনান কীভাবে কার সঙ্গে এখানে এসেছে, তা তিনি জানেন না। হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান জানান, আফনানের পেটের অনেকটা ভেতরে ছুরি ঢুকে গেছে। উন্নত চিকিৎসার জন্যে দ্রুত তাকে ঢাকায় প্রেরণ করা হয়। আর অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্যে প্রেরণ করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে মাদারীপুরের তিন যুবক পুলিশ হেফাজতে রয়েছে। তবে প্রতারক কিশোরদের আটকের চেষ্টা করা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়