বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কড়াইল বৌ-বাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট
  •   বাকৃবিতে শিক্ষকদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণ
  •   সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেনসহ আটক ২
  •   মতলবে মেয়াদোত্তীর্ণ কমিটি বাদ দিয়ে তৃণমূলের অংশগ্রহণে কমিটি গঠনের দাবিতে বিএনপির গণমিছিল।
  •   এসোসিয়েশন অব মডেল ইনস্টিটিউশন্স চাঁদপুর-এর বৃত্তি পরীক্ষা

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ২২:২৫

শুভ বড়দিন উদযাপনে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশের মতবিনিময়

শুভ বড়দিন উদযাপনে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশের মতবিনিময়
অনলাইন ডেস্ক

শুভ বড়দিন উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলার খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে সার্বিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ।

বুধবার (১৮ ডিসেম্বর ২০২৪) পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম-এর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় জেলার বিভিন্ন গীর্জা ও চার্চের প্রতিনিধিরা তাদের নিজ নিজ মতামত উপস্থাপন করেন।

পুলিশ সুপার শুভ বড়দিন-২০২৪ উদযাপন উপলক্ষে চার্চে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে উপস্থিত সকলের মতামত শুনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। চার্চে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ ও সিসিটিভি স্থাপনের জন্যে খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দের প্রতি তিনি অনুরোধ জানান।

পুলিশ সুপার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলের সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপনে আশাবাদ ব্যক্ত করেন। তিনি সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ ও বড়দিনের শুভেচ্ছা জানিয়ে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন।

সভায় সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) সহ খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

চাঁদপুরে শুভ বড়দিন উদযাপনে মতবিনিময় সভায় উপস্থিত খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএমসহ জেলা পুলিশের কর্মকর্তাদের দেখা যাচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়