প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ২২:২৮
তাকওয়া ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
৫ হাজার টাকা জরিমানা
জেলা প্রশাসকের নির্দেশে চাঁদপুর শহরের বেশ ক'টি ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। গত ১৪ নভেম্বর বিকেলে চাঁদপুর সদর এসিল্যান্ড আল এমরান খানের নেতৃত্বে শহরের কাজী নজরুল ইসলাম সড়কে অবস্থিত ডায়াগনস্টিক সেন্টারগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
|আরো খবর
উল্লেখ্য, গত কয়েকদিন পূর্বে এই নিউ তাকওয়া ডায়াগনস্টিক সেন্টারের মালিক পক্ষ ও দালালদের অনিয়মের প্রতিবাদ করায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাকিব ভূঁইয়ার উপর হামলা করে তাকে আহত করা হয়। তাৎক্ষণিক ঘটনা শুনে শিক্ষার্থীরা ঘটনাস্থলে এসে ডায়াগনস্টিক সেন্টারে তালা লাগিয়ে দেয়। পরে এ ঘটনা শুনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাৎক্ষণিক আহত শিক্ষার্থীকে দেখতে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে ছুটে যান। এদিকে এ ঘটনার পর আহত শিক্ষার্থী বাদী হয়ে উক্ত ডায়াগনস্টিক সেন্টার মালিক ও দালালসহ কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করা হলে সেই মামলায় জামিনে এসে পুনরায় ডায়াগনস্টিক সেন্টারটি চালু করে। ফলে উক্ত ডায়াগনস্টিক সেন্টারটির বিরুদ্ধে আবারো অভিযোগ উঠতে থাকে।