শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ২২:২৮

তাকওয়া ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

৫ হাজার টাকা জরিমানা

গোলাম মোস্তফা ॥
তাকওয়া ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
তাকওয়া ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করছেন আল এমরান খান

জেলা প্রশাসকের নির্দেশে চাঁদপুর শহরের বেশ ক'টি ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। গত ১৪ নভেম্বর বিকেলে চাঁদপুর সদর এসিল্যান্ড আল এমরান খানের নেতৃত্বে শহরের কাজী নজরুল ইসলাম সড়কে অবস্থিত ডায়াগনস্টিক সেন্টারগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের সম্মুখে কালেক্টরেট মসজিদের পাশে অবস্থিত নিউ তাকওয়া ডায়াগনস্টিক সেন্টারের সকল কাগজপত্র মেয়াদোত্তীর্ণ থাকায় এ ডায়াগনস্টিক সেন্টারটিকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এরপর ডায়াগনস্টিক এটি বন্ধ করে দেয়া হয়।

উল্লেখ্য, গত কয়েকদিন পূর্বে এই নিউ তাকওয়া ডায়াগনস্টিক সেন্টারের মালিক পক্ষ ও দালালদের অনিয়মের প্রতিবাদ করায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাকিব ভূঁইয়ার উপর হামলা করে তাকে আহত করা হয়। তাৎক্ষণিক ঘটনা শুনে শিক্ষার্থীরা ঘটনাস্থলে এসে ডায়াগনস্টিক সেন্টারে তালা লাগিয়ে দেয়। পরে এ ঘটনা শুনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাৎক্ষণিক আহত শিক্ষার্থীকে দেখতে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে ছুটে যান। এদিকে এ ঘটনার পর আহত শিক্ষার্থী বাদী হয়ে উক্ত ডায়াগনস্টিক সেন্টার মালিক ও দালালসহ কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করা হলে সেই মামলায় জামিনে এসে পুনরায় ডায়াগনস্টিক সেন্টারটি চালু করে। ফলে উক্ত ডায়াগনস্টিক সেন্টারটির বিরুদ্ধে আবারো অভিযোগ উঠতে থাকে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়