শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ২১:২১

সুজনের প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুরে আলোচনা সভা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট॥
সুজনের প্রতিষ্ঠাবার্ষিকীতে  চাঁদপুরে আলোচনা সভা
সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখছেন সুজন চাঁদপুরের সভাপতি অধ্যক্ষ মোশারেফ হোসেন।

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের জেলা কমিটি এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন সুজন জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মোশারেফ হোসেন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, আমরা যারা সুজনের সদস্য এবং দীর্ঘদিন কাজ করে আসছি তারা কেউ কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করি না। রাজনীতির বাইরে এসে সামাজিক কাজগুলো করতে হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, কোনো সরকার আসলে এবং পরিবর্তন হলে আমাদেরকে সরকারের দালাল হিসেবে তকমা নিতে হয়। এটি খুবই দুঃখজনক। আমরা যারা সমাজসেবামূলক কাজে জড়িত, তারাও বিশেষ মুহূর্তে একত্রিত হতে পারছি না।

তিনি আরো বলেন, আমরা যারা চাকরি করি তাদেরকে দেশে যে সরকার আসে তখন ওই সরকারের সাথে নানাভাবে জড়িত হয়ে কাজ করতে হয়। কিন্তু এই বিষয়টি কেউ কেউ ভিন্ন দিকে নিতে চায়।

সভাপতি বলেন, সুজন নির্বাচনের নানা দিক নিয়ে কাজ করে আসছে। একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের পরিবেশ সুন্দর হবে। তখন আর দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন সংগঠনকে কাজ করতে হবে না। আমরা এমনটি প্রত্যাশা করছি।

সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সাধারণ সম্পাদক রহিম বাদশার সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)'র সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুর-এর সাবেক সভাপতি কাজী শাহাদাত, চাঁদপুর স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক নজির মিয়াজী অপু। শুভেচ্ছা বক্তব্য দেন সুজন চাঁদপুর জেলা কমিটির সহ-সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সিনিয়র যুগ্ম সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সংগঠনের যুগ্ম সম্পাদক পীরজাদা মাহফুজ উল্লাহ, রিয়াদ ফেরদৌস, সংগঠনের অন্যতম সদস্য জিএম শাহীন, আল-ইমরান শোভন, সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল হক মিলন, প্রচার সম্পাদক মুহাম্মদ মাসুদ আলম ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম।

বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার দেশের এই ক্রান্তিকালে সুজনের সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদারকে নির্বাচন কমিশন সংস্কারের যে দায়িত্ব দিয়েছেন, এটিকে আমরা স্বাগত জানাই। এই সরকারের ভালো কাজের মধ্যে এটি একটি। সুজন সবসময় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সুশাসন নিশ্চিত করার জন্যে কাজ করে আসছে। একই সাথে সুশাসন নিশ্চিত করার জন্যে ভূমিকা রাখছে। সংগঠনের পক্ষ থেকে যেসব নির্দেশনা আসবে তা বাস্তবায়নে আমরা প্রত্যেকেই ভূমিকা রাখবো। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বক্তারা সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়