প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ১৮:৪৪
ড্রেজার দিয়ে মাটি উত্তোলন : জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে কৃষি জমির মাটি উত্তোলনের অপরাধে জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২ নভেম্বর শনিবার দুপুরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী উপজেলার নরিংপুর এলাকার দৈ কামতা গ্রামে অভিযান চালিয়ে মৃত শরবত আলীর ছেলে আলী এরশাদকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত অবৈধ ড্রেজার মেশিনটি জব্দ করা হয়। স্থানীয়রা জানান, জমির মালিক কোনো কিছুর তোয়াক্কা না করে গ্রীন ভিউ রেস্টুরেন্টে কর্তৃপক্ষের নিকট অবৈধভাবে মাটি বিক্রয় করেছেন।