রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ১৯:৪৭

চাঁদপুরে বন্যার পানিতে ভেসে গেছে পুকুর জলাশয় ও ঝিলের মাছ

মেঘনা-ডাকাতিয়া নদীতে মৎস্য ধরার উৎসব

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে বন্যার পানিতে ভেসে গেছে  পুকুর জলাশয় ও ঝিলের মাছ

উজানের ঢল আর অতিবৃষ্টির পানিতে যখন পুরো জেলাবাসী জলাবদ্ধতা নিয়ে দুঃশ্চিন্তায়, ঠিক তখন একদল সৌখিন মৎস্য শিকারী মাছ শিকারে মেতে উঠেছেন। চাঁদপুর সদর,ফরিদগঞ্জ, শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলাসহ চাঁদপুর জেলার নিম্নাঞ্চল বৃষ্টি ও বন্যার পানিতে প্লাবিত।সেই সাথে ভেসে গেছে বহু পুকুর জলাশয় ও ঝিলের চাষকৃত প্রায় সব মাছ।সেই মাছে চলে এসেছে খাল বিল এমন কি মেঘনা - ডাকাতিয়া নদীতে। গত কয়েকদিন যাবত মৎস্য চাষিদের ভেসে যাওয়া মাছগুলো ধরার উৎসব চলছে নদীর পাড় কিংবা খাল বিলে।

সবচেয়ে বেশি সৌখিন মাছ শিকারের দৃশ্য চোখে পড়ে চাঁদপুর সদর বাগাদী স্লুইস গেট, শহরের ডাকাতিয়া ও মেঘনা নদীর পাড়। এসব এলাকায় রাত দিন জেলে ফেলে চাষের মাছগুলো ধরা হয়।

সোমবার (২৬ আগস্ট) বিকালে মাছ শিকারের এই উৎসব দেখা যায়। অনেকেই সদরের বাগাদী ইউনিয়নের নানীপুর এলাকার স্লুইস গেটের ভেতরের এবং আশপাশে দেশীয় পদ্ধতিতে দেদারছে মৎস্য শিকার করছে।

এদিন স্লুইস গেট এলাকার পুলের দু’পাশে মাছ ধরাকে কেন্দ্র করে দীর্ঘ যানজট ছিল। স্থানীয়রা ছাড়াও দূর দূরান্তের উৎসুক মৎস্য শিকারিরা টেটা, জাল, খাচিসহ বিভিন্ন পদ্ধতিতে মাছ শিকারের উৎসবে মেতে ওঠে। কেউ নৌকার উপর কেউবা আবার ভেলার উপর দাঁড়িয়ে ঝাঁকি জাল ফেলে বা চার শিকের টেটা দিয়ে মৎস্য শিকারে ব্যস্ত। একটু পর পরই ছোট ও মাঝারি মানের রুই কাতলা মৃগেল মাছের পোনা ধরা পড়লে সবাই মিলে পাইছি পাইছি বলে বেশ উৎফুল্লতা দেখাচ্ছেন।

স্হানীয় বাসিন্দা পঞ্চাশোর্ধ আজিজ মিজি জানান, গত এক সপ্তাহের অতি বৃষ্টির কারণে বিভিন্ন পেশাদার মৎস্য চাষীদের পুকুরের সব মাছ জলে ভেসে ডোবা নালা খাল বিল নদীতে চলে এসেছে। সেই মাছগুলোই মানুষ এখন মহা আনন্দে ধরছে। ডাকাতিয়ার দু’পাড়েই হাজারও মানুষ এভাবে মৎস্য শিকার করে চলেছে। এমন দৃশ্য দেখে মনে হচ্ছে এ যেনো মৎস্য শিকারীদের মিলন মেলা বসেছে।

এদিকে বিষয়টি নিয়ে চরম বিড়াম্বনায় চর বাগাদী পাম্প হাউজ কর্তৃপক্ষ। প্রকৌশলী শরীফ মাহমুদ বলেন, ‘এই স্থানটি ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও অনেকেই এরমধ্যে ঢুকে মাছ শিকার করছেন। এতে আমাদের নিয়মিত কাজে ব্যঘাত ঘটছে। তাছাড়া যেকোনো সময় ঘটতে পারে অনাকাঙ্খিত দুর্ঘটনা।’

এদিকে চাঁদপুর সদর উপজেলা পরিষদের ইউএনও সৈকত বলেন, ‘উপজেলার বিভিন্ন স্থানে বন্যায় মৎস্য খামার হতে ভেসে যাওয়া পোনা মাছ ভেসাল জাল দিয়ে নির্বিচারে শিকার করা হচ্ছে। যা মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড হতে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করছি।’

চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান জানান,এই উপজেলায় ১ হাজার ৬'শ বেশি মৎস্য চাষী রয়েছে। এবার চাঁদপুরের ওপর দিয়ে বয়ে যাওয়া অতিবৃষ্টি ও উজানের ঢল আর বন্যার পানিতে উপজেলার অধিকাংশ পুকুর জলাশয় ও ঘেরের চাষকরা মাছ ভেসে গেছে।আমরা ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের তালিকা প্রণয়নের কাজ করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়