প্রকাশ : ৩১ আগস্ট ২০২১, ২৩:০৪
শাহমাহমুদপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কামাল হাজী
আসন্ন ইউপি নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন থেকে সম্ভাব্য চেয়ারম্যান পদে প্রার্থী হবেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী।
|আরো খবর
ইউনিয়নের সর্বত্র কামাল হাজীর নাম শোনা যাচ্ছে। কামাল হাজী সবসময় গরিব দুঃখী মানুষের সুখে দুঃখে থেকে কাজ করে যাচ্ছেন। সমাজ সেবায় ও অবদান রেখে যাচ্ছেন। বিভিন্ন জনের সাথে কথা বলে জানা যায়, কামাল হাজী তৃণমূল পর্যায়ে এগিয়ে রয়েছে। তিনি রাজনৈতিকের পাশাপাশি সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন। এমনকি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত আছেন। এক কথায় বলা চলে কামাল হাজী সবদিক বিবেচনা করে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে।
এ ব্যাপারে কামাল হাজী বলেন, আসন্ন ইউপি নির্বাচনে দলীয় ভাবে মনোনয়ন ফেলে চেয়ারম্যান পদে প্রার্থী হবো। আমি মেঘনা পাড়ের কৃতী সন্তান, মাননীয় শিক্ষা মন্ত্রী ও চাঁদপুর সদর আসনের এমপি ডাঃ দীপু মনি,চাঁদপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের দোয়া ও সহযোগিতা কামনা করছি।