শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ২১:১৭

সহকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন পুলিশ সুপার সাইফুল ইসলাম

সহকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন পুলিশ সুপার সাইফুল ইসলাম
অনলাইন ডেস্ক

অনন্যসাধারণ পেশাদারিত্ব প্রদর্শনের জন্য তৃতীয় বারের মতো রাষ্ট্রীয় পুলিশ পদক পাওয়ায় সহকর্মীদের ফুলেল শুভেচছায় সিক্ত হয়েছেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।

বিগত ২০২৩ সালে ভোলা ও চাঁদপুর জেলায় সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে পুলিশ বিভাগের কার্যক্রমে গতিশীলতা আনা, দক্ষতা বৃদ্ধি, উন্নয়ন ও আধুনিকায়নে বিভিন্ন শাখায় দৃশ্যমান অবদান, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধীকে আইনের আওতায় আনা, গণমূখী পুলিশী সেবা নিশ্চিত করাসহ পুলিশের বিভিন্ন ইউনিটের দায়িত্বে থেকে দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করায় পুলিশ সপ্তাহ ২০২৪ এ ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)’ পদকে ভূষিত হন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি কর্তৃক পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম'কে তৃতীয় বারের মতো গৌরবময় রাষ্ট্রীয় পুলিশ পদক ‘পিপিএম-সেবা’ প্রদান করা হয়।

পুলিশ সপ্তাহ-২০২৪ থেকে ফিরে অফিসে আসলে তাকে বৃহস্পতিবার (০৭ মার্চ) ফুলেল উষ্ণ অভ্যর্থনা জানান সহকর্মীবৃন্দ।

পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম-বার'কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), শ্রীমা চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার), চাঁদপুর, ডিআইও-১, ডিএসবি, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, অফিসার ইনচার্জ, চাঁদপুর সদর মডেল থানা, অফিসার ইনচার্জ, হাজীগঞ্জ মডেল থানা, চাঁদপুর।

এছাড়াও পুলিশ সুপারের কার্যালয়, চাঁদপুর এর বিভিন্ন দপ্তর এর পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুলেল শুভেচছা জানানো হয়।

উল্লেখ্য, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম পুলিশ বিভাগে গুরুত্বপূর্ন কাজের স্বীকৃতিস্বরুপ ইতিপুর্বে ২০১২ সালে ‘পিপিএম-সেবা’ এবং ২০১৯ সালে সর্বোচ্চ রাস্ট্রীয় পুলিশ পদক ‘বিপিএম’ লাভ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়