প্রকাশ : ২৭ আগস্ট ২০২১, ১৯:০৬
কচুয়ায় ইউপি মেম্বার আলাউদ্দিনের মুক্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
চাঁদপুরের কচুয়ায় পশ্চিম সহদেবপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন মেম্বারের নিঃশর্ত মুক্তির দাবীতে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
|আরো খবর
গতকাল শুক্রবার বিকালে উপজেলার সেঙ্গুয়া বাজারে এ মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা গাজী মো. জাহাঙ্গীর, মমিন সরকার, খোরশেদ আলম, মামুনুর রহমান ভূইয়া, যুবলীগ নেতা আনিছুর রহমান, মানিক প্রধান, ইউপি মেম্বার হান্নান, মেম্বার আলাউদ্দিনের পিতা মোকলেছুর রহমান, স্ত্রী সাহিদা বেগম, কন্যা সুমাইয়া ও শাবনুর।
বক্তারা বলেন, সাকিব হত্যা মামলায় সম্পূর্ন ষড়যন্ত্রমূলকভাবে আলাউদ্দিন মেম্বারকে জড়ানো হয়েছে। এই মামলায় গ্রেফতার হওয়ায় আলাউদ্দিন মেম্বারের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। তাকে শিগগিরই মুক্তি দেয়া না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে বক্তারা হুশিয়ারী দেন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি সেঙ্গুয়া বাজারে আইসক্রীম ফ্যাক্টরির কর্মচারী উপজেলার ডুমুরিয়া গ্রামের হালিমের পুত্র সাকিব (১৬) কাজ করতে গিয়ে অসুস্থ্য হয়। কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মারা যায় সে। এ ঘটনায় সাকিবের বাবা হালিম মিয়া বাদী হয়ে কচুয়ায় থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার ২নং আসামী করা হয় ইউপি সদস্য আলাউদ্দিনকে।
গত ২২ আগস্ট চাঁদপুরের পুলিশ ব্যুরো ইনভেস্টিকেশন (পিবিআই) উলাউদ্দিনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে।