বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২২ আগস্ট ২০২১, ০০:৪৩

চাঁদপুর হরিনা ফেরিঘাটে র‍্যাবের অভিযান

সোহাঈদ খান জিয়া
চাঁদপুর হরিনা ফেরিঘাটে র‍্যাবের অভিযান

চাঁদপুর হরিনা ফেরিঘাটে র‌্যাবের অভিযানে ৩ হাজার ৮শ' পিস ইয়াবাসহ মাদক কারবারী সাইফুল গাজীকে (৩৫) আটক করা হয়েছে।

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হরিনা ফেরিঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব-৭ ফেনীর একটি টিম। এ সময় ইয়াবাসহ সাইফুলকে আটক করে। শনিবার সকালে তাকে চাঁদপুর সদর মডেল থানায় সোর্পদ করে র‍্যাব। এ তথ্য থানা থেকে নিশ্চিত হওয়া গেছে। আটক সাইফুলের বাড়ি ফেরিঘাটের সাথেই। তার বাবার নাম মানিক গাজী।

এলাকা সূত্রে জানা যায়, র‍্যাবের কয়েকজন সদস্য এদিন রাতে ছদ্মবেশে ফেরিঘাট টার্মিনালের সামনে অবস্থান নেয় এবং ক্রেতা সেজে সাইফুলকে তাদের দোকান থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে গোপন স্থানে রাখা ওই পরিমাণ ইয়াবা উদ্ধার করে ।

এই ঘটনায় র‌্যাব- ৭ এর ইন্সপেক্টর মোজাফর হোসেন বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্তের জন্য দায়িত্ব দেয়া হয়েছে চাঁদপুর থানার এসআই কবির হোসেনকে।

একটি সূত্র জানায়, চট্টগ্রাম থেকে বিভিন্ন মালামাল বহনকারী ট্রাক, কভার্ড ভ্যান, মাইক্রো, পিকআপ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চলাচলের সুযোগে কিছু গাড়িতে গোপনে ইয়াবা মাদকের চালানও নিয়ে আসা হয়। হরিনা ফেরি পার হয়ে মাদক গন্তব্যে পৌঁছে যাচ্ছে। আবার কিছু মাদক চাঁদপুরে ঢুকছে। হরিনা ফেরিঘাট এলাকায় ইয়াবা বিক্রির সাথে অনেকে জড়িয়ে পড়ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়