বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২১ আগস্ট ২০২১, ১৭:৫২

হাজীগঞ্জে ইমামে রাব্বানী দরবার শরীফের ফ্রি এ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে ইমামে রাব্বানী দরবার শরীফের ফ্রি এ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন

করোনা মহামারিতে কোভিড-১৯ আক্রান্তদের জন্য ফ্রি এ্যাম্বুলেন্স সেবা শুরু করেছে হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফ। ফ্রি চিকিৎসা ও ফ্রি অক্সিজেন সেবা এবং মৃতদের দাফনের পাশাপাশি এবার ফ্রি এ্যাম্বলেন্স সেবা চালু করলো। ২১ আগস্ট শনিবার বাদ জোহর উক্ত এ্যাম্বুলেন্সের উদ্ধোধন করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ'র চেয়ারম্যান বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি ও ইমামে রাব্বানী দরবার শরীফের গদ্দীনশীন পীর আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল আবেদী।

উদ্বোধন অনুষ্ঠানে আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল আবেদী বলেন, যে কোন প্রাকৃতিক দুর্যোগসহ দেশের সকল ক্রান্তিলগ্নে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইমামে রাব্বানী দরবার শরীফ, আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশসহ আমাদের অঙ্গ-সহযোগি সংগঠনগুলো সবসময় মানব সেবায় নিয়োজিত রয়েছে। করোনাকালীন এই সময়ে এর ব্যতিক্রম হয়নি। আমরা করোনায় আক্রান্তদের চিকিৎসা ও অক্সিজেন সেবা এবং মৃতদের দাফন করছি।

এছাড়াও করোনায় ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছি। এবার আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশরে উদ্যোগে ফ্রি অক্সিজেন সেবা শুরু করতে যাচ্ছি। ইমামে রাব্বানী দরবার শরীফের মাধ্যমে চাঁদপুরের সকল উপজেলাসহ আশ-পাশের জেলা ও উপজেলায় বিনামূল্যে এই এ্যাম্বুলেন্স সেবা দেয়া হবে। প্রয়োজনে আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ’র উপ-প্রধান সৈয়দ মাহমুদ শাহ মোজাদ্দেদী ০১৮৩৫-৫৪৬৬৫৮ ও হাজীগঞ্জের সমন্বয়ক মহিউদ্দিন আল আজাদ ০১৮২০-৫২৫৬১৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ'র কেন্দ্রীয় মহাসচিব আলহাজ্ব মো. জয়নাল আবেদীন যোবায়ের, আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ'র চেয়ারম্যান কাজী মো. জসিম উদ্দিন ও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের চাঁদপুর জেলা সভাপতি আল্লামা মো. নাজমুল হক আখন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ'র ভারপ্রাপ্ত সচিব ছ.ম হামীদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ'র ট্রাস্টি বোর্ডের সদস্য মজিবুল হক শুক্কুর, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ'র যুগ্ম মহাসচিব আলহাজ্ব সিরাজ উদ্দিন তৈয়ব, কেন্দ্রীয় নেতা এম ইব্রাহিম আত্তারী, শ.ম শহীদুল হক ফারুকী, আলহাজ্ব মহিন উদ্দিন চৌধুরী হালিম, শাহাদাত হোসেন রুবেল, এমরান হোসেন, জাকির হোসেন বাবু ও আব্দুল্লাহ ইকবাল প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ'র চাঁদপুর জেলা সভাপতি অধ্যক্ষ মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক আল্লামা আবুল হাশেম শাহ্ মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার মোতাছিম বিল্লাহ, অর্থ সম্পাদক মো. জাকির হোসেন মিয়াজী, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের চাঁদপুর নেতা আনিছুর রহমান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র শাহরাস্তি উপজেলার সাধারণ সম্পাদক মাও. গোলাম মাওলাসহ কেন্দ্রীয় ও চাঁদপুর জেলা এবং ইমামে রাব্বানী দরবার শরীফের খাদেম প্রমূখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়