শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ২১:১১

জীবনের সাথে সংগ্রাম করে নিজের ভাগ্য ফিরালেন সৌভাগ্য রানী

জীবনের সাথে সংগ্রাম করে নিজের ভাগ্য ফিরালেন সৌভাগ্য রানী
নুরুল ইসলাম ফরহাদ

সৌভাগ্য রানী সাহা, শুধুমাত্র একটি নামই নয়; একটি সংগ্রামের নামও। নিজের সাথে সমাজের সাথে কীভাবে লড়াই করে বিজয়ী হতে হয় তার এক উজ্জ্বল দৃষ্টান্ত সৌভাগ্য রানী।

নামের যৌক্তিকতা দেখালেন কর্মের গুণে। ত্যাগ, শ্রম আর প্রতীজ্ঞা যে মানুষের জীবনে সৌভাগ্য এনে দিতে পারে তিনি তার প্রমাণ। জীবনের গোধূলী লগ্নে এসে আজ তিনি তার রাজ্যেরও রাণী। হয়ে গেলেন সৌভাগ্যের রানী। বলছিলাম আনসার ভিডিপির কর্মকর্তা সৌভাগ্য রানীর কথা।

১৯৮৪ খ্রিস্টাব্দের ১ নভেম্বর আনসার ভিডিপির চাকুরীতে যোগদান করেন। কর্ম দিবসের শুরু থেকে আজ পর্যন্ত তিনি সততা আর নিষ্ঠার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করে আসছেন। সমাজের প্রয়োজনে কখনো কখনো অফিস সময়ের বাহিরেও কাজ করেছেন। যে সময়টা পরিবারকে দেওয়ার কথা, সে সময়টা দিয়েছেন সমাজ এবং রাষ্ট্রের কল্যানে। প্রকৃতিও তাকে দিয়েছে দু’হাত ভরে।

সৌভাগ্য রাণী, সৌভাগ্য নিয়ে জন্মাননি। দরিদ্র পরিবারে জন্ম তার। ফরিদগঞ্জ উপজেলার ১৫নং রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রামে জন্ম গ্রহণ করেন। পিতা সুরেন্দ্র চন্দ্র সাহা, মাথা- সাধনা সাহা। পিতার আর্থিক সংকটে অনেক চাহিদায়ই অপূর্ণ থেকে গেছে। তাইতো সন্তানকে মানুষের মতো মানুষ করতে আপ্রাণ চেষ্টা করে গেছেন। স্বামী শেখর মজুমদার মারা যান ২০১৫ সালে। তাদের একমাত্র সন্তান রিপা মজুমদার। সে শিক্ষকতা পেশায় জড়িত আছেন।

সৌভাগ্য রানী সাহা ২০১৭ সালের ৬ ডিসেম্বর হইতে ২০২২ সালের ৩ এপ্রিল পর্যন্ত উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তার (ভারপ্রাপ্ত) দায়িত্ব পালন করেছেন। দায়িত্বে থাকাকালিন তিনি জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা পরিষদ, পৌরসভা নির্বাচন ও জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পূর্ন করতে সহযোগীদের সাথে নিয়ে কাজ করেছেন। এছাড়া তিনি করনা কালীন সময়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। ডেঙ্গুর সময়ে র‌্যালী করিয়েছেন, লিপলেট বিতরণ করেছেন। চলতি অর্থ বছরে তিনি ফরিদগঞ্জ উপজেলার বন বিভাগ থেকে ফলজ, বনজ ও ঔষধীসহ মোট ৫০১০টি গাছের চারা নিয়ে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বিতরণ করেন। গাব্দেরগাঁও আনসার ও ভিডিপি ক্লাবের জমি মাপ ও সীমানা নির্ধারণ করে কাটা তারের বেড়ার কাজে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাকে সহযোহিতা করেন।

বর্তমান অর্থ বছরে তিনি আনাসার ও ভিডিপি কর্মকর্তার পরামর্শক্রমে সেলাই ও ফ্যাশন ডিজাইন প্রশিক্ষনে ১জন, মোটর ড্রাইভিং ও মেকানিক্স প্রশিক্ষনে ২জন, বেসিক কম্পিউটার প্রশিক্ষনে ৪ জন, ফ্রিজ ও এয়ারকন্ডিশনার মেরামত প্রশিক্ষনে ১ জন ও অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রক্ষিনে ৬৫ জন সদস্য প্রেরণ করেন। চলতি অর্থ বছরে শারদীয় দূর্গ পূজার ২০টি পূজা মন্ডপের জন্যে ১২৬ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়নের কাজে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাকে সাহায্য করেন। জাতীয় সংসদ নির্বাচন ২০২৩ উপলক্ষে ১১৮ টি ভোট কেন্দ্রের জন্য ২৩৬ জন পিসি ও এপিসির নামীয় তালিকা প্রস্তুত করার কাজে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকার্তাকে সাহায্য করেন। আনসার ভিডিপিতে বিশেষ অবদান রাখায় চাঁদপুর রোটারি ক্লাব তাকে বিশেষ সম্মানে ভূষিত করেন। অনেকটা নিরবে করে যাওয়া তার প্রশংসিত কাজে মুগ্ধ উপজেলা বাসী ও সংশ্লিষ্ট দপ্তর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়