প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ২১:৫৫
মেঘনায় নদীতে বালুকাটার সময় ড্রেজারসহ ৯ জন আটক
চাঁদপুর মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় হাতেনাতে একটি ড্রেজার সহ ৯ জনকে আটক করেছে নৌ পুলিশ।
এই ঘটনায় হরিণা ঘাট নৌ ফাঁড়ির এএসআই মোঃ রনি খন্দকার বাদী হয়ে ৩৭৯/৪১১/৪৩১/৩৪ ধারায় ২০১০ এর ১৫ এর ১ প্যানেল কোড দন্ডবিধি আইনে মামলা করা হয়। যার মামলা নাম্বার ৯ ,তারিখ ৩/২০/২৩।
সোমবার রাতে চাঁদপুর হরিনা ও আলু বাজার এলাকায় মেঘনা নদীতে চুরি করে বালু উত্তোলন ও বিক্রি করার সময় এ অভিযান পরিচালনা করে নৌ পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে মামলা হলে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
এই বিষয়ে চাঁদপুর নৌ পুলিশ সুপার কামরুজ্জামান জানান, কোন অন্যায়ের সাথে আপোষ করে না নৌ পুলিশ। নদীতে অবৈধ বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। এর পূর্বেও অনেক ড্রেজার ও বলগেট সহ আসামিদের আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মেঘনা নদীতে বালু উত্তোলন করার সময় মা ফাতেমা এক নামে একটি ড্রেজারসহ ৯ জন আটক করা হয়।
এই ঘটনায় নৌ পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নৌ পুলিশের এই অভিযান সর্বদা অব্যাহত থাকবে।