প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ২১:২৩
কচুয়ায় মিয়ার বাজারে ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) জশনে জুলুছ
কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের মিয়ার বাজরে ঈদ- ই- মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ৯তম জশনে জুলুছ পালিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর সকালে হারিচাইল-হাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দোয়া মিলাদের মধ্যে দিয়ে শুরু হয় জশনে জুলুছের এক বিশাল মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মিয়ার বাজার জশনে জুলুছ উদযাপন আহবায়ক কমিটির আয়োজনে দোয়া- মিলাদ, মোটর শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ কবির হোসেন। বিশাল মোটর শোভাযাত্রাটি একাধিক ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে একই বিদ্যালয় মাঠে এসে মিলিত হয় এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উদযাপন কমিটির সিনিয়র আহবায়ক আবু আব্দুল্লাহ নয়নের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম মাইজভান্ডারীর পরিচালনায় বক্তব্য রাখেন, এম,এ, আউয়াল খান শাহ ফারুকী নকশেবন্দী মুজাদ্দেদী, আলহাজ্ব হযরত মাওঃ মোঃ শাহ আলম আলুকাদর, মাওঃ মুফতি ওমর ফারুক শাহজী, মাওঃ মুফতি জামাল হোসেন শাহজী,কচুয়া উপজেলা আহলে সুস্নাত ওয়াল জামাতের উপদেষ্টা আলহাজ্ব নাছির উদ্দিন মাহমুদ, গোহট উত্তর ইউনিয়ন আহলে সুস্নাত ওয়াল জামাতের সভাপতি আলহাজ্ব দুলাল প্রধান, বিভিন্নওলামায়ে কেরাম ও গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বহু ধর্মঅনুসারীগন।
ছবিঃ কচুয়ায় মিয়ার বাজরে ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ৯তম জশনে জুলুছের দোয়া ও মোনাজাত।