প্রকাশ : ১৭ আগস্ট ২০২১, ২০:২৯
স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের জাতীয় শোক দিবস পালন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ, জনতা ব্যাংক লিমিটেড, চাঁদপুরের এরিয়া কমিটির সদস্যবৃন্দ কালো ব্যাজ ধারন, জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়।
|আরো খবর
এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের স্বাধীনতা, বঙ্গবন্ধুর আদর্শ, নীতি, অর্থনীতির ধারণা ও রাষ্ট্রীয় নীতি নির্ধারণী এবং আমাদের করণীয় আলোচনা সভা এবং আর্থিক প্রতিষ্ঠানে আদর্শিক সংস্কৃতি গড়ন বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করেন সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক পাঠান, সিনিয়র নির্বাহী সদস্য মুশফিকুর রহমান, সিনিয়র সদস্য হোসাইন মোহাম্মদ নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক নোমান খান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সঞ্জয় কুন্ডু, সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক অঞ্জন কুমার তহসিলদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মোঃ মাইনুদ্দিন রাকিব আলোচনা শেষে বাঙ্গালী জাতির মহান নেতার আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ কাছে দোয়া প্রার্থনা করেন। একই সময়ে অত্র সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান খান ও জনতা ব্যাংক এন্ডু ইউজ বিভাগের এজিএম শরীফ উল্লাহ, প্রাতিষ্ঠানিক কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল আলম ব্যাকুল, সভাপতি ইন্জিনিয়ার মিজানুর রহমান, কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শাব্বির আহমেদ শিমুল, সভাপতি শওকত হোসেন সজলের জন্য দোয়া প্রার্থনা করা হয়। এছাড়াও মোনাজাতে অর্থ সম্পাদক আক্তার হোসেন ও দপ্তর সম্পাদক মারুফ জাকারিয়ার শারীরিক সুস্থতা কামনা করা হয়। সর্বশেষ বৃক্ষ বিতরণ ও বৃক্ষ রোপণ করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।