বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ২১:৩০

হাজীগঞ্জে অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করলো ভ্রাম্যমাণ আদালত

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করলো ভ্রাম্যমাণ আদালত

হাজীগঞ্জে ২ দিন ভ্রাস্যমান আদালত পরিচালনা করে ৪ টি অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করেছে।  কৃষি জমি নষ্ট করে  মাটি উত্তোলনের দায়ে এই অভিযান পরিচালনা করা হয়।  গত মঙ্গলবার ও বুধবার উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা কৃষি মাঠে দুইটি ও মঙ্গলবার বিকালে গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের কাশিমপুর কৃষি মাঠে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক।

আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজার মেশিনের মাধ্যমে উপজেলার কাশিমপুর ও পালিশারা কৃষি মাঠের কৃষি জমি থেকে বালু উত্তোলন করার অভিযোগ চলে আসছে।  এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার ও বুধবার বিকালে ওই দুই মাঠ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদি হাসান মানিক।

এ সময় ভ্র্যামমান আদালতের উপস্থিতি টের পেয়ে ড্রেজার সংশ্লিষ্টরা লোকজন পালিয়ে যায়। যার ফলে ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় তাৎখনিক ড্রেজারের পাইপসহ অবৈধ ড্রেজার মেশিন ও  সরঞ্জামাদি ধ্বংস করা হয়। ভ্রাম্যমান আদালতে আইন-শৃঙ্খলার দায়িত্ব পালন করে হাজীগঞ্জ থানা পুলিশ।

এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদি হাসান মানিক জানান, অবৈধ ড্রেজারের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহৃত রয়েছে এবং থাকবে।  বর্ষায় মাঠে পানি থাকায় ড্রেজার বসানোর স্থানে যাওয়াটা কষ্টকর। এর মধ্যে আমাদের উপস্থিতি টের পেয়ে লোকজন পালিয়ে যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়