বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ১৯:৫০

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী পালন

বঙ্গবন্ধু চেয়ে ছিলেন একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ

----------পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল

স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধু চেয়ে ছিলেন একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ

বঙ্গবন্ধু চেয়ে ছিলেন একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ। এখানে থাকবে না কোন হিংসা হানাহানি। এখানে সকল ধর্মের লোক তাদের নিজ ধর্ম পালন করবে এটাই তিনি চেয়েছিলেন। তিনি গতকাল বিকেলে শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট চাঁদপুর আয়োজনে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য এসব কথা বলেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদ্াপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, পিপি অ্যাডঃ রঞ্জিত রায় চৌধুরী, জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র মালাকার।

চাঁদপুর হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক মাসুদুল আলম মাসুদের সভাপতিতে ও মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ফিল্ড সুপারভাইজার অনিত্য সেন সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, যুগ্ম সম্পাদক গোপাল চন্দ্র সাহা, চাঁদপুর সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, পৌর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন সরকার জয়। অনুষ্ঠানের শুরুতেই শ্রীমৎ ভগবত গীতা পাঠ করেন চরমেশা শ্রী শ্রী কালী মন্দির ধর্মীয় শিক্ষা (বয়স্ক) কেন্দ্রের শিক্ষক শ্রীধাম চন্দ্র দাস।

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয় এবং বিশেষ প্রার্থনা সভা পরিচালনা করেন শাহারাস্তি মেহের কালীবাড়ি শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির ধর্মীয় শিক্ষা (বয়স্ক) কেন্দ্রের শিক্ষিকা স্বপ্না রাণী দত্ত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়