প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ২০:১৫
শ্রেষ্ঠ সার্কেল পংকজ কুমার দে হাজীগঞ্জ সদর মডেল থানার মোঃ মুহসীন আলম শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ
চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত”
চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা আগস্ট,২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার পুলিশ লাইন্স, মাল্টিপারপাস শেডে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাতের উপস্থাপনায় সভার শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস- ২০২৩ উপলক্ষে জেলা পুলিশ, চাঁদপুর কর্তৃক বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনের সহিত এক মিনিট নিরবতা পালন করা হয়।
এরপর পুলিশ সুপার সভায় উপস্থিত অফিসার ও ফোর্সের কল্যাণমূলক কথা শ্রবণ করেন ও জেলা পুলিশের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন।
পরে গত জুলাই/২০২৩ খ্রিঃ মাসের অভিন্ন মানদন্ডের আলোকে পুলিশ সুপার এর নিকট হতে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারী উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ। পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদন্ডের আলোকে সর্বাধিক নম্বর প্রাপ্ত চাঁদপুর জেলার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
জুলাই /২০২৩ মাসের শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হন
অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে।
জুলাই /২০২৩ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মুহসীন আলম, সদর মডেল থানা, চাঁদপুর।
জুলাই /২০২৩ মাসের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নির্বাচিত হন
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) রাজজাক মীর, সদর মডেল থানা, চাঁদপুর।
জুলাই /২০২৩ মাসের শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হন
এসআই (নিঃ)/ মোঃ মিছবাহুল আলম চৌধুরী, হাজীগঞ্জ থানা, চাঁদপুর।
জুলাই /২০২৩ মাসের শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হন
এএসআই (নিঃ) পলাশ মজুমদার, হাজীগঞ্জ থানা, চাঁদপুর।
এছাড়া চাঁদপুর জেলায় জুলাই /২০২৩ খ্রিঃ মাসের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
থানায় কর্মরত এসআই (নিঃ) দের মধ্যে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী এসআই (নিঃ) মোঃ লোকমান হোসেন, সদর মডেল থানা, চাঁদপুর, জেলা গোয়েন্দা শাখার সর্বোচ্চ মাদক উদ্ধারকারী এসআই(নিঃ) জনাব সাইফুর রহমান, জেলার মধ্যে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী এসআই(নিঃ) মোঃ রাকিবুল ইসলাম, নতুন বাজার পুলিশ ফাঁড়ি, চাঁদপুর, সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী টিআই/ ফখরুদ্দিন আজাদ মোল্লা,ফরিদগঞ্জ ট্রাফিক, চাঁদপুর। মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মাননা প্রদান করা হয় কনস্টেবল/৫৮৪ মোঃ আবুল হোসেন মানিক, সদর কোর্ট, চাঁদপুর।
পুরষ্কার প্রদান শেষে পুলিশ সুপার অফিসার ও ফোর্সের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী , অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আবুল কালাম চৌধুরী চাঁদপুর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।