প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ২২:৫৫
মতলবে যুব কল্যান ফোরামের গাছের চারা বিতরণ
মতলব যুব কল্যান ফোরাম এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ১৯ আগস্ট শনিবার কালিপুর স্কুল ও কলেজ মাঠে বিনামূল্যে নারিকেল, সজিনা ও সুপারির চারা বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি জনাব মোঃ আনিসুর রহমান খান এর সভাপতিত্বে এবং মোঃ সজীব আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ আহমেদ আলী চৌধুরী ইকবাল।
প্রধান অতিথি তার বক্তব্যে ফলদ বৃক্ষের উপকারিতা, যত্ন ও পরিচর্যার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি পুষ্টি ও ভিটামিন এর চাহিদা পূরনে অযত্নে -অবহেলায় হারিয়ে যাওয়া দেশিয় ফল পরিকল্পিত ভাবে রোপণের মাধ্যমে প্রতিটি বাড়িকে একটি মিশ্র ফল বাগানে পরিনত করার পরামর্শ প্রদান করেন।
এছাড়া মতলব ধনাগোদা সেচ প্রকল্পে তিন ফসিল জমিতে অপরিকল্পিত ভাবে রাস্তা, ঘাট,ব্রিজ, কালভার্ট নির্মাণ, অবৈধভাবে বাঁধ দিয়ে মৎস চাষ, পরিবেশের ক্ষতিকর বনজ বৃক্ষ রোপণ, সেচ ও নিষ্কাশন নালা মেরামত -সংষ্কার না করায় জলাবদ্ধতা সৃষ্টির ফলে কৃষি উৎপাদন মারাত্মক হুমকির সম্মুখীন হচ্ছে বলে জানান। চীনের দুঃখ হোয়াংহো নদীর মতো আগামী দিনে ধনাগোদা সেচ প্রকল্প মতলব এর কৃষকের গলার কাঁটা হওয়ার আশংকা প্রকাশ করে সমস্যা সমাধানে সবাই কে এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক লিয়াকত আলী চৌধুরী, মোঃ রেহান মাষ্টার, জনাব মোঃ জাকির মেম্বার ও জনাব রতন ঢালী।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক জাফরিল চৌধুরী, সাবেক মেম্বার ছমির আলী প্রধান, ইন্জিনিয়ার মোঃ আনিছুর রহমান, ছিয়ান আহম্মেদ সুজন, জমির সরকার, আরিফুল ইসলাম বাবু সহ এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে নারিকেল, সজিনা ও সুপারির চারা বিতরণ করা হয়।