প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ১৯:০৮
কোস্ট গার্ডের অভিযানে ২৫ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ
চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী একটি লঞ্চ থেকে ২৫ লক্ষ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ১৮ আগস্ট ২০২৩ তারিখ অনুমানিক রাত দেড়টার সময় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর জেলার মেঘনা নদীর মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফতুল্লা থেকে ছেড়ে আসা এম ভি গাজী সালাউদ্দীন লঞ্চে তল্লাশী করে আনুমানিক ২৫ লক্ষ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ৮ কোটি ৯২ লক্ষ ৫০ হাজার টাকা।
জব্দকৃত জালের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে কোস্ট গার্ড থেকে জানানো হয়।
অভিযানে উপিস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম। পরবর্তীতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।