প্রকাশ : ১৬ আগস্ট ২০২১, ০৮:৫৪
জাতীয় শোক দিবসে চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে
সাড়ে ৪ হাজার অসহায় পেলো খাদ্য সহায়তা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সাড়ে ৪ হাজার অসহায় পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
|আরো খবর
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি মঞ্জুর আহমেদ মঞ্জু, আব্দুর রশিদ সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, প্রচার সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী প্রমুখ। এ ব্যাপারে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, ১৫ আগস্ট একটা ভয়ঙ্কর দিন, বাঙ্গালি জাতির কাছে একটা কালো অধ্যায়। ঘাতকরা স্বাধীন দেশকে পিছিয়ে দিতে জাতির জনককে স্বপরিবারে হত্যা করে। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে তারা এদেশের স্বাধীনতা ও স্বপ্নকে হত্যা করেছিলো। একইভাবে ২১শে আগস্ট গ্রেনেড হামলার মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে স্বাধীনতা বিরোধী চক্র। তারা বলেন, খুনিরা বঙ্গবন্ধুকে বাঙালি জাতির চোখের আড়াল করলেও মনের আড়াল করতে পারেনি।বঙ্গবন্ধুর স্বপ্ন ও আর্দশ নিয়ে আমরা এগিয়ে যাব। জননেত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নত সমৃদ্ধ দেশে রূপান্তরিত হচ্ছে। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে চাঁদপুর জেলা আওয়ামী লীগ মানবিক খাদ্য সহায়তা বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে।