প্রকাশ : ১৫ আগস্ট ২০২১, ১৭:৪৯
জাতীয় শোক দিবসে ফরিদগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি
জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার (১৫ আগস্ট) ফরিদগঞ্জ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সরকারি-বেসরকারি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। সকাল ৯টায় ফরিদগঞ্জ উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। পরে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা কৃষক লীগ, যুব মহিলা লীগ, উপজেলা মহিলা আওয়ামী লীগ, ফরিদগঞ্জ পৌরসভা, বঙ্গবন্ধু সরকারি কলেজ, ফরিদগঞ্জ প্রেসক্লাব, উপজেলা আওয়ামী গুণীজন, উপজেলা স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, ফরিদগঞ্জ এআর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারি কর্মচারী সমিতি প্রমুখ।
|আরো খবর
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে উপজেলা পরিষদ চত্বরে ১৫ আগস্ট নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।