প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ১৭:৫৭
গোবিন্দপুর মাানব কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও বিতরণ
গোবিন্দপুর মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ করা হয়। একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে এবং জনসাধারনের মাঝে বিভিন্ন প্রজাতির শতাধিক গাছের চারা বিতরণ করে সংগঠনের নেতৃবৃন্দ।
|আরো খবর
২৯ জুলাই শনিবার সকালে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপনের কার্যক্রম শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন- গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. হুমায়ুন কবির পাটোয়ারী, মানব কল্যান ফাউন্ডেশনের পরিচালক এ্যাডভোকেট মাসুদ গাজী, মো. আলী আস্বাদ মাস্টার, মো. এম জামান, মো. শামীম খান, মো. মোবারক হোসেন, মো. সুজন শেখ, মো. বোরহান উদ্দিন, মো. মামুন দেওয়ান, মো. ইউসুফ পাটোয়ারী, মো. শাহেদ, মো. মাসুম শেখ, মো. সাইফুল ইসলাম প্রমুখ।
পরে ফাউন্ডেশনের সদস্যগণ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করে এবং জনসাধারণের মাঝে ফলজ, ঔষধি ও কাঠ গাছ বিতরণ করে। বৃক্ষ বিতরণ সম্পর্কে জানতে চাইলে ফাউন্ডেশন এর পরিচালক মো. আলী আসাদ মাস্টার জানান, আমরা মানুষের মাঝে উন্নত মানের গাছের চারা বিতরণ করেছি। আর মানুষের হাতে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য হল যাতে মানুষ নিজের মতো করে গাছের যত্ন নেয়। গাছ লাগান পরিবেশ বাঁচান।