প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ০০:২৭
ফরিদগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ
ফরিদগঞ্জে তাফাজ্জল হোসেন গাজী (৬৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হামলায় ওই ব্যবসায়ী ছেলেও আহত হয়। । শনিবার (২৯ জুলাই) সকালে পশ্চিম বড়ালি গ্রামে এই ঘটনা ঘটে। এব্যাপারে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
|আরো খবর
আহত ব্যবসায়ীর ছেলে রাসেল হোসেন জানায়, চাঁদপুর- ফরিদগঞ্জ-রায়পুর আ লিক মহসাড়কের পাশে ফরিদগঞ্জ পৌর এলাকার পশ্চিম বড়ালি গ্রামের নিজের খরিদকৃত জমিতে তার বাবা কাঠ ব্যবসায়ী তাফাজ্জল হোসেন গাজী শনিবার (২৯জুলাই) সকালে স-মিল স্থাপনের জন্য কাজ শুরু করে। এসময় স্থানীয় সোহাগ, উজ্জ্বলসহ ৭/৮জনের একটি দল তার উপর হামলা করে। ধামাসহ দেশীয় অস্ত্র আঘাতে তাকে হত্যার চেষ্টা করে। এসময় অস্ত্রের গুরুতর আহত হয় তার বাবা । এইসময় বাবাকে বাঁচাতে গিয়ে সে নিজেও আহত হয়। হামলাকারী হামলা করা ছাড়াও তাদের সাথে থাকা দুটি মুঠো ফোন এবং নগদ অর্থ হাতিয়ে নেয়। এসময় তদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে তাদের উদ্ধার করে। তারা উদ্দেশ্য মূলক ভাবে আমার বাবাকে হত্যার চেষ্টার অংশ হিসেবে এই হামলা করেছে। হামলাকারীদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে সে জানায়।
রাসেল আরো জানায়, গুরুতর আহত তার বাবা তাফাজ্জল হোসেনকে প্রথমে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া সে নিজেও ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।
এ ব্যাপারে শনিবার সন্ধ্যায় তাফাজ্জল হোসেন বাদী হয়ে ছেলের মাধ্যমে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
এব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি আ: মান্না জানান, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি।তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে। #