প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ২২:৪৪
বেবীন্টন দাস কিরণ সম্পাদিত বইয়ের মোড়ক উন্মোচন
চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সচিব, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক বেবীন্টন দাস কিরণের সঞ্চালনায় ২৭ জুলাই বৃহস্পতিবার দুপুরে ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ে তার নিজের লেখা Tense Plus Spoken ‘টেন্স প্লাস স্পোকেন’ বইটির আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হয়েছে।
|আরো খবর
এ সময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এমআর শামিম, চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটাঃ অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন পিএইচএফ, আইপিপি রোটাঃ খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন আরএফএসএম, চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের আরসিসি ও চাঁদপুর রোটারী ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মোঃ মোস্তফা ফুল মিয়া ও সেক্রেটারী রোটাঃ উজ্জ্বল হোসাইন আরএফএসএম ।
অতিথিরা বলেন, এই অল্প বয়সে নিজের লেখা বই বের করা সহজ কথা নয়। তিনি সহজে ইংরেজিতে কথা বলার জন্য, শিক্ষার্থীদের সহজে ইংরেজী আয়ত্ব করার জন্য তার এই বইটি অবশ্যই প্রশংসা পাওয়ার মতো। অনেকেই ইংরেজীকে ভয় পায়। তোমরা যদি এই বইটি চর্চা করো তোমরা অবশ্যই ইংরেজী আয়ত্ব করতে পারবে। আমাদের স্কুলে এরকম একজন শিক্ষক পেয়ে আমরা গর্বিত।
আরো উপস্থিত ছিলেন ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান মোহাম্মদ কবির আহমদ ওসমানী, বিদ্যোৎসাহী সদস্য ডাঃ সেলিম তালুকদার, অভিভাবক সদস্য মোঃ মাসুম ঢালী, জনাব মোঃ সাইফুল ইসলাম খান, জনাব মোঃ আমিনুল আহসান, শিক্ষক প্রতিনিধি মামুনুর রশীদ ও দ্বীনেশ চন্দ্র দাসসহ অন্যান্য শিক্ষক মন্ডলী।
চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের তার সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোঃ এনামুল ইসলাম সাব্বির, রোঃ দেলোয়ার হোসেন সুমন, আইপিপি রোঃ শাহরিয়ার খান হিমেল, ভাইস প্রেসিডেন্ট রোঃ কাজী আজিজুল হাকিম নাহিন, জয়েন্ট সেক্রেটারী রোঃ ওবায়েদুর রহমান, প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর রোঃ মোঃ শরীফ রহমান অর্ক,