শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ২০:৩৬

রংপুরের প্রতারক রাজীব চাঁদপুর জেলা কারাগারে

স্টাফ রিপোর্টার
রংপুরের প্রতারক রাজীব চাঁদপুর জেলা কারাগারে

রংপুরের কুখ্যাত প্রতারক রমজান আলী রাজীব অবশেষে চাঁদপুর কারাগারে। একাধিক মামলার আসামী রমজান আলী চাঁদপুরের প্রথম পরিবেশবান্ধব কংক্রিট ব্লক উৎপাদন কারখানা প্রিমিয়াম ইকো ব্লকস লিমিটেডের সাথে বড় ধরনের প্রতারণা এবং অর্থ আত্মসাত করে। তার বিরুদ্ধে চাঁদপুরের আদালতে দুটি মামলা দায়ের করা হয়েছে।

গত ৪ জুলাই চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অভিযোগ সংক্রান্ত পুলিশের পিবিআই-এর তদন্ত রিপোর্ট আমলে নেয় এবং আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বৃহস্পতিবার ২৭ জুলাই প্রতারক রমজান আলী রাজিব আদালতে জামিন নিতে আসলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল আমিন জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাদি পক্ষে ছিলেন চাঁদপুর বারের সিনিয়র আইনজীবী জহিরুল ইসলাম।

আদালত সূত্রে জানা গেছে, রংপুরের শালবন মিস্ত্রি পাড়া, রাধাবল্লব, হারাগাছ এলাকায় কথিত হফম্যান ইন্টারন্যাশনাল বিডি নামের একটি প্রতিষ্ঠান তৈরি করে কংক্রিট ব্লক উৎপাদন কারখানায় মেশিনারীজ সরবরাহের নামে রমজান আলী রাজিব ভয়াবহ প্রতারণা করে আসছিল। এরমধ্যে একাধিক ঘটনা ধরা পড়ে। চাঁদপুরে একজন সিনিয়র সাংবাদিকের মালিকানাধীন পরিবেশবান্ধব কংক্রিট ব্লক উৎপাদন কারখানায় মেশিন সরবরাহের নামে রমজান আলী রাজিব নতুন কৌশলে বড় ধরনের প্রতারণা করে। প্রথমে অনলাইনে প্রচারণা চালায়। এরপর হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট মডেলের মেশিনের ছবি পাঠায়। তা কম মূল্যে দ্রুত আমদানি করে সরবরাহের নিশ্চয়তা দেয়। রাজীবের এমন প্রচরণায় আকৃষ্ট হয়ে প্রিমিয়াম ইকো ব্লকস লিমিটেড কিছু অত্যাবশ্যকয়ী মেশিনারীজ ক্রয়ের জন্যে তার সাথে চুক্তি করে এবং অর্থ গ্রহণ করে। কিন্তু কয়েক মাসে বারবার তাগিদ দেয়ার পর আমদানির বদলে নিজ কারখানায় তৈরি করে কিছু অকেজো এবং অকার্যকর মেশিনারীজ সরবরাহ করে। এতে কোম্পানির বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়।

অভিযোগ অনুযায়ী আমদানিকৃত পিএসআই মেশিনের (কংক্রিট ব্লকের মান পরীক্ষা)-এর বদলে নিজ কারখানায় তৈরি করে অকেজো, মানহীন মেশিন সরবরাহ করা হয়। এভাবে কংক্রিট গুড়ো করার ক্রাশার মেশিন, ব্লক উৎপাদনের মোল্ড এবং মেশিনারীজ সরবরাহের নামে বিপুল অংকের অর্থ আত্মসাৎ করে। এই বিষয়ে প্রিমিয়াম ইকো ব্লকস লিঃ চাঁদপুর আদালতে দুটি মামলা দায়ের করে। এরমধ্যে ৪০৬/৪২০ ধারার মামলাটি পুলিশের পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়া হয়। পিবিআইএর তদন্তে অভিযোগ প্রমাণিত মামলায় চার্জশিট দেয়া হয়। এরপর চাঁদপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রাজীবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। রমজান আলী রাজিব আদালতে এসে জামিন প্রার্থনা করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাজিবের বিরুদ্ধে চেক ডিজ অনারের অপর মামলাটি বিচারাধীন রয়েছে।

ঘটনার এখানেই শেষ নয়। প্রতারক রাজীব নিজেকে রক্ষার জন্যে পরিবেশবান্ধব শিল্প কারখানার উদ্যোক্তা প্রিমিয়াম ইকো ব্লক লিমিটেডের চেয়ারম্যান হেলাল উদ্দিন এবং অপর দুটি মামলার বাদির বিরুদ্ধে রংপুরের আদালতে দুটি হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করে। এরমধ্যে একটি মামলা রংপুর পিবিআইএর তদন্তে মিথ্যা প্রমাণিত হয়। অপর মামলায় হেলাল উদ্দিনসহ তার অপর ২ জন ব্যবস্থাপক জামিনে আছেন।

জানা গেছে প্রতারক রমজান আলী রাজীব, পিতা জাহাংগীর আলম, সাং শালবন মিস্ত্রি পাড়া, রাধাবল্লব, হারাগাছ রংপুর একটি মেশিনারীজ তৈরির কারখানা স্থাপন করে তার প্রতারণা ব্যবসা শুরু করেন। এরপর অনলাইনে, ফেসবুকে ব্যাপক প্রচারণা চালান। বিদেশ থেকে কম মূল্যে মেশিন এনে দেয়ার প্রস্তাব দেয়। এরপর ২ বছরের গ্যারান্টি থাকবে এমন কথা বলে অর্থ গ্রহণ করে। এরপর মেশিনারীজ সরবরাহে সময়ক্ষেপণ এবং টালবাহানা শুরু করে। বিভিন্ন খরচের কথা বলে তা পরিশোধ করার জন্যে চাপ দিয়ে বলে কয়েকদিনের মধ্যেই মেশিন পাঠিয়ে দেব। এর কয়েকমাস পর নিজে না এসে কুরিয়ার সার্ভিসে নিজের তৈরি করা নিম্নমানের মেশিন পাঠিয়ে দেয়। কিন্তু এসব মেশিনের কোন কার্যক্ষমতা থাকে না। এভাবে ব্লক কারখানাগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ে বলে অভিযোগ পাওয়া গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়