শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ২০:০৫

চাঁদপুরে মুদি ও স্টেশনারী মালামাল ক্রয় করতে গিয়ে এক প্রতারক আটক

গোলাম মোস্তফা
চাঁদপুরে মুদি ও স্টেশনারী মালামাল ক্রয় করতে গিয়ে এক প্রতারক আটক

চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডস্থ লিটন ডিপার্টমেন্টাল স্টোর থেকে মুদি ও স্টেশনারী মালামাল ক্রয় করতে গিয়ে এক প্রতারক কে আটক করে মডেল থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়। ঘটনাটি ঘটেছে গত ১৬ অক্টোবর রাত ১১ টার দিকে।

ঘটনা সূত্রে জানা যায় চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডস্হ লিটন ডিপার্টমেন্টাল স্টোরে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার আইমুর রহমানের ছেলে মিজানুর রহমান( ৩৫) লিটন ডিপার্টমেন্টাল স্টোর থেকে প্রায় ২০ হাজার টাকার মালামালের অর্ডার করে তা প্যাকেটিং করার নির্দেশ দেয়।

এক পর্যায়ে উক্ত মালামাল প্যাকেজিং শেষ পর্যায়ে পৌঁছলে লিটন ডিপার্টমেন্টাল স্টোরের মালিক মালামাল ক্রয়ের টাকা টাকা চাইলে সে দিবো, দিচ্ছি বলে তাল বাহানা করে। এমন সময় মালিকের সন্দেহ হলে তিনি তাকে আটক করে চাঁদপুর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ শেখ মহসিন আলমকে মোবাইল ফোনে ঘটনার বিষয় অবহিত করে।

পরে অফিসার ইনচার্জের নির্দেশে এসআই আকরাম ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

এদিকে ঘটনার বিষয় লিটল ডিপার্টমেন্টের স্টোরের মালিক কোনো অভিযোগ না করায় পুলিশ নিজেই বাদী হয়ে প্রতারণার অভিযোগে আটক কৃত আসামীকে আদালতে প্রেরণ করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়