প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ২১:১৪
ফরিদগঞ্জে এমরান হোসেন মিলন ভূঁইয়ার ইন্তেকাল, বিভিন্ন জনের শোক
ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ এমরান হোসেন মিলন ভূঁইয়া (৪৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি....রাজিউন)। ২৬ জুলাই বুধবার বিকেলে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে চিকিৎসার জন্যে চাঁদপুরের একাটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা গ্রামের বীর মুক্তিযোদ্ধা বাচ্চু ভূঁইয়ার ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
|আরো খবর
বিষয়টি নিশ্চিত করে মৃতের ভাই মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া বলেন, ২৬ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার চির্কা চাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
জানা যায়, এমরান হোসেন মিলন ভূঁইয়া ছাত্রজীবন থেকে সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন, একই সাথে ছাত্র রাজনীতি থেকে শুরু করে যুবলীগ, আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের দায়িত্ব সুনামের সাথে পালন করেছেন। পাশাপাশি তিনি নিজের ব্যবসা পরিচালনা করার কারণে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেন।
এমরান হোসেন মিলন ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ড. মুহম্মদ শামছুল হক ভূঁইয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাহেদ সরকার, ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, সাবেক ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহআলম শেখসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।