শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ২০:৩৯

ফরিদগঞ্জে বিকাশে প্রতারণা কালে যুবক আটক

অনলাইন ডেস্ক
ফরিদগঞ্জে বিকাশে প্রতারণা কালে যুবক আটক

ফরিদগঞ্জে বিকাশে প্রতারণা কালে নাছির হোসেন (৩০) নামের এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) রাতে ফরিদগঞ্জ পৌর এলাকার বাসস্ট্যান্ডের লিংক রোডে একটি মোবাইলের দোকান থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত নাছির হোসেন পৌর এলাকার বড়ালী গ্রামের আবুল কালামের ছেলে।

তথ্যসূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৯ টার সময় পৌর এলাকার বাসস্ট্যান্ডে একটি মোবাইলের দোকান থেকে বিকাশের ভুয়া ম্যাসেজ দিয়ে টাকা উত্তোলন করে নাছির হোসেন। প্রতারনার শিকার মোবাইল দোকানের ব্যবসায়ী মো. মাহবুব আলম বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম এসে ঘটনাস্থল থেকে প্রতারক নাছির হোসেন-কে আটক করে। এসময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত এ একটি স্মার্ট ফোন জব্দ করা হয়।

মোবাইল দোকানের ওই ব্যবসায়ী মো. মাহবুব আলম জানান, ঘটনার সময় নাছির হোসেন নামের ওই যুবক কাস্টমার সেজে তার দোকানে এসে বলে ৩৫০০ টাকা উত্তোলন করা হবে। একটুপর আবার বলে ২৪ হাজার ৫০০ টাকা আসছে বলে আমাকে বলে চেক করা জন্য। তাঁর উপস্থিতিতে একটি বিকাশের একটি ম্যাসেজ। আমি মোবাইলে টাকার ম্যাসেজটি দেখে নাছির হোসেনকে পুরো টাকা দিয়ে দিলে সে টাকা নিয়ে চলে যায়। এ সময় আমার বিকাশের মুল একাউন্টে প্রবেশ করতে না পারার কারনে আমি বুঝতে পারি প্রতারণার শিকার হয়েছি। পরবর্তিতে বাসস্ট্যান্ড এলাকার শাহী কাউন্টারের কাছ থেকে নাছিরকে তুলে আনলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মো. রফিক হোসেন বুধবার (১৯ জুলাই) সকাল ১১ টা ৪০ মিনিটে এ প্রতিবেদককে জানান, আটককৃত নাছির হোসেন থানা হেফাজতে রয়েছে। প্রতারক চক্রের সাথে জড়িত থাকার বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান এ প্রতিবেদককে বলেন, আমরা বিভিন্ন ভাবে পর্যালোচনা করে দেখেছি বিকাশের প্রতারণার সাথে আটককৃত যুবকের কোন সম্পর্ক আছে কিনা। এখন পর্যন্ত পাইনি।

বিষয়টি নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ-হাজীগঞ্জ) সার্কেল পংকজ কুমার দে এ প্রতিবেদককে বলেন, আমি খোঁজ খবর নিয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়