শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ২০:৪২

৫ বছরের শিশুকে পাওয়া গেছে

অনলাইন ডেস্ক
৫ বছরের শিশুকে পাওয়া গেছে

চাঁদপুরে ৫ বছরের একটি শিশুকে পাওয়া গেছে। তাঁর নাম আলআমিন বলে জানায়। তার গায়ের রং শ্যামলা। কুঁড়িয়ে পাওয়ার সময় তার পরনে ছিল সাদা কালো রংয়ের হাপ শার্ট, পড়নে প্যান্ট, পায়ে স্যান্ডেল। বাবা ডালিম, মা ফাতেমা শুধু এ টুকুই বলতে পারেন, ট্রেনে করে কোন ভোটকা (মোটা ব্যাক্তি) তাকে নিয়ে আসছে। এতটুকুই বলতে পারেন।

জানা যায়, গত ১৩ জুলাই ২০২৩ তারিখে রাত ৮টার সময় ইয়াসিন বেপারী (৯) কালিবাড়ি মোরে মাছ বিক্রি করার সময় আল-আমিন নামে এ ছেলেকে রেল স্টেশনে বসে কান্না করতে দেখেন। ইয়াসিন তার কাছে গিয়ে কেন কান্না করছে জিজ্ঞাসা করলে সে কিছুই বলতে পারে না, পরবর্তীতে আল আমিনকে তার বোন চাঁদপুর স্ট্যান্ড রোডের রাসেল বেপারীর স্ত্রী পিংকির কাছে নিয়ে গিয়ে নাম ঠিকানা জিজ্ঞাসা করলে তার পিতা মাতার নাম কিছুই বলতে পারে না, পরবর্তীতে স্থানীয ভাবে খোঁজখবর নিয়ে আল আমিনের কোন দাবি দার না পাওয়ায় গত ১৭জুলাই ২০২৩ তারিখে আলামিনকে থানায় হস্তান্তর করেন। বর্তমানে আল আমিন চাঁদপুরে পুলিশের নারী ও শিশু সেলে রয়েছেন।

চাঁদপুর কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ শহিদ উল্ল্যা পিপিএম জানান, ছেলেটির অভিভাবকের নাম বলতে পারে, আর কিছুই বলতে পারেনা, তার উপযুক্ত অভিভাবকের সন্ধান করা হচ্ছে, কেউ এ শিশুটি সন্ধান জানা থাকলে দ্রুত যোগাযোগ করার অনুরোধ করছি। ছেলেটিকে কুড়িয়ে পাওয়া পিংকি বেগম নামে একজন চাঁদপুর মডেল থানায় নিয়ে হস্তান্তর করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়