শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ১০:১৩

ছেংগারচর পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ চলছে

মাহবুব আলম লাভলু
ছেংগারচর পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ চলছে

১৭ জুলাই সোমবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার নির্বাচনের ভোট চলছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। শুরু থেকেই ভোটারদের দীর্ঘ লাইন।

এ নির্বাচনে মেয়র পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন । সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন এবং সাধারন কাউন্সিলর পদে ৫১ জন প্রার্থী অংশ গ্রহণ করছে। পৌরসভার ভোটার সংখ্যা ৩৩ হাজার ৩'শ ৩৬ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ২জন এবং নারী ভোটার ১৬ হাজার ৩'শ ৩৪ জন। এবারই প্রথম এ পৌরসভার নির্বাচন ইভিএমে অনুষ্ঠিত হবে।

মেয়র প্রার্থীরা হলেন আ'লীগের মনোনীত প্রার্থী আরিফ উল্ল্যাহ সরকার নৌকা জাতীয় পাটির মো. সেলিম মিয়া (লাঙ্গল)স্বতন্ত্র প্রার্থী নুরুল হক সরকার (নারিকেল গাছ) ও ওয়াদুদ মাস্টার (মোবাইল ফোন) ।

রিটার্নিং কর্মকর্তা মো. তোফায়েল আহমেদ বলেন,যথা সময়ে ভোট গ্রহণ শুরু হয়েছে । এ পৌরসভা নির্বাচনে কেন্দ্র ১৬ টি। শান্তিপূন্য নির্বাচনের লক্ষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ জন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ৫ জন,৭ টি মোবাইল টিম, র‍্যাব, বিজিবি, ও পর্যাপ্ত পরিমাণ পুলিশ ও আনসার মোতায়েন আছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়