শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ২০:২৭

গ্রেফতার চিকিৎসকদের মুক্তির দাবিতে চাঁদপুরে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
গ্রেফতার চিকিৎসকদের মুক্তির দাবিতে চাঁদপুরে মানববন্ধন

সম্প্রতি ঘটে যাওয়া সেন্ট্রাল হাসপাতালের ঘটনাসহ সারাদেশে একের পর এক চিকিৎসক নিগৃহ, নির্যাতন, নিরাপদ কর্মস্থল তৈরির দাবিতে এবং গ্রেফতার চিকিৎসক মিলি, মুনা ও শাহজাদীর নিঃশর্ত মুক্তির দাবিতে চাঁদপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে করেছে স্থানীয় চিকিৎসকরা।

রোববার (১৬ জুলাই) দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের প্রধান গেইটে অবস্থান নিয়ে জেলার চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। 

ওজিএসবি চাঁদপুর জেলা শাখা আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) চাঁদপুর জেলা শাখার সভাপতি ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত নারী বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুনন্নাহার চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপালের তত্ত্বাবধায়ক ডা. একে এম মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা. মোঃ শাহাদাৎ হোসেন, বিএমএ চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. এম এম নুরুল হুদা, সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন নবী মাসুম, চাঁদপুর মেডিকেল কলেজের গাইনী বিভাগের প্রধান ডা. আফরোজা বেগম, সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম, চাঁদপুর সরকারি জেনারেল হাসপালের সহকারী পরিচালক ডাঃ গোলাম কাউসার হিমেল, সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. সালেহ আহমেদ, ওজিএসবি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. তাবেন্দা আক্তার, সরকারি হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (অর্থো) ডাঃ মোঃ শাহাদাত হোসেন, ডাঃ আনিসুর রহমান, সার্জারি ডাঃ রফিকুল হাসান ফয়সাল, ডাঃ সাব্বির আহমেদ, ডাঃ মোহাম্মদ ফরিদ আহমেদ চৌধুরী সহ অন্যান্য চিকিৎসকবৃন্দ।

ওজিএসবি চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ জানান, রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতক ও প্রসূতির মৃত্যুর ঘটনায় ডা. মিলি, ডা. শাহজাদী ও ডা. মুনাকে গ্রেফতার করা হয়েছে। একটি ঘটনার তদন্ত হওয়ার আগেই ৩ জন চিকিৎসককে গ্রেফতার করা নিন্দনীয়। আমরা তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়