প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ২০:১৭
কাল নির্বাচন
ছেংগারচর পৌরসভার নির্বাচনে লড়াই হবে দ্বিমুখী
কাল ১৭ জুলাই (সোমবার)চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার নির্বাচন। সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এ নির্বাচনে মেয়র পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন । সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন এবং সাধারন কাউন্সিলর পদে ৫১ জন প্রার্থী অংশ গ্রহণ করছে। পৌরসভার ভোটার সংখ্যা ৩৩ হাজার ৩'শ ৩৬ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ২জন এবং নারী ভোটার ১৬ হাজার ৩'শ ৩৪ জন। এবারই প্রথম এ পৌরসভার নির্বাচন ইভিএমে অনুষ্ঠিত হবে।
মেয়র প্রার্থীরা হলেন আ'লীগের মনোনীত প্রার্থী আরিফ উল্ল্যাহ সরকার(নৌকা) জাতীয় পাটির মো. সেলিম মিয়া(লাঙ্গল)স্বতন্ত্র প্রার্থী নুরুল হক সরকার (নারিকেল গাছ) ও ওয়াদুদ মাস্টার (মোবাইল ফোন) । মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোঃ আরিফুল্লাহ সরকার ও স্বতন্ত্র প্রার্থী নুরুল হক সরকারের মধ্যে।
নির্বাচনে আ'লীগের কোন বিদ্রোহী প্রার্থী না থাকায় আরিফ উল্ল্যাহ সরকার সুবিধাজনক অবস্থানে আছেন। কেন্দ্রীয় ও স্থানীয় সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা এক হয়ে তার পক্ষে কাজ করছেন। সে কারনেই এবার নৌকার জয়ের আশা করছেন তারা।
অপরদিকে স্বতন্ত্র প্রার্থীর নূরুল হক সরকার( নারিকেল গাছ) প্রতিক নিয়ে প্রতিদন্ধীতা করছেন। তিনি বিএনপির সাবেক নেতা। নূরুল হক সরকারের সহধর্মিণী মিসেস আমেনা বেগম এই পৌরসভার দুইবার মেয়র নির্বাচিত হয়েছিলেন। সুতরাং তারও জনপ্রিয়তা ও জনসর্মথন রয়েছে। এছাড়া এ নির্বাচনে অপর যে দুই মেয়র প্রার্থী রয়েছেন তারা প্রচার প্রচারনায় থাকলেও জনপ্রিয়তা তেমন নেই।
সাধারন ভোটারদের অভিমত মুলত এবারের নির্বাচনে
নৌকা ও নারিকেল গাছ প্রতিকের প্রার্থীর মধ্যেই মুল প্রতিদ্বন্ধিতা হবে। নৌকার প্রার্থী আরিফ উল্লাহ সরকার বলেন, ঐক্যবদ্ধ আ'লীগের নৌকার জোয়ার উঠেছে। উন্নয়নের স্বার্থে সবাই নৌকায় ভোট দিবে। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।
নূরুল হক সরকার বলেন, সাধারন ভোটারেরা অপেক্ষায় আছে ভোট দিতে। আমার অনেক ভোটার সর্মথক রয়েছে । যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমি আল্লাহর রহমতে বিপুল ভোটে নির্বাচিত হবো।
রিটার্নিং কর্মকর্তা মো. তোফায়েল আহমেদ বলেন, ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন আছে। এ পৌরসভা নির্বাচনে কেন্দ্র ১৬ টি। শান্তিপূন্য নির্বাচনের লক্ষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ জন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ৫ জন,৭ টি মোবাইল টিম, র্যাব, বিজিবি, ও পর্যাপ্ত পরিমাণ পুলিশ ও আনসার মোতায়েন আছে।