শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ২০:৪৩

মতলবে ঈদ পরবর্তী শুভেচ্ছ বিনিময়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন: এম ইসফাক আহসান( সিআইপি)

মাহবুব আলম লাভলু
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন: এম ইসফাক আহসান( সিআইপি)

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর -মতলব দক্ষিণ) আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য এম ইসফাক আহসান( সিআইপি) বলেছেন, আওয়ামী লীগের শক্তি জনগণ। অর্জনের ধারাবাহিকতায় উন্নয়নশীল বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে, স্মার্ট বাংলাদেশ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ গঠনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে।

শুক্রবার (১৪ জুলাই) মতলব উত্তর উপজেলার লতদি(নিজ গ্রামে) মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার জনগণ ও দলীয় নেতাকর্মীদের সাথে পবিত্র ঈদুল আযহার পরবর্তী শুভেচ্ছা বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে কোন অপশক্তি আমাদেরকে ঠেকাতে পারবে না। আমরা জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবো। সবাই উন্নয়ন দেখে নৌকায় ভোট দেবেন। কেননা নৌকায় ভোট দিলেই দেশের উন্নয়ন হয়, দেশের মানুষ কিছু পায় এবং শান্তিতে থাকে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ছেংগারচর পৌরসভা নির্বাচনে একজন মুক্তিযুদ্ধের সন্তান ও সত্যিকারের আওয়ামী লীগ কর্মীকে মনোনয়ন দিয়েছেন। আগামী ১৭ জুলাই ছেংগারচর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতিককে বিজয়ী করার লক্ষে সকল নেতা- কর্মিদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ৷ দেশের উন্নয়নের মার্কা নৌকাকে বিজয়ী করতে হবে।

উপজেলা আ'লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা এড. জসিম উদ্দিন এবং সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় ঈদ শুভেচ্ছা বিনিময়ে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের ক্রীডা সম্পাদক নুরুল আমিন বোরহান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জি এম ফারুক,কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান গোলাম কাদের মোল্লা প্রমুখ ৷

এ সময় উপস্থিত ছিলেন,মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মহিউদ্দিন, উপজেলা আলীগের সহ-সভাপতি ও গজরা ইউপির চেয়ারম্যান শহীদুল্লা প্রধান, ফতেপুর পশ্চ্মি ইউপির চেয়ারম্যান নুর মোহাম্মদ,ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম ,ছেংগারচর পৌরসভার সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেন ঢালী খোকন, আব্দুল মান্নান, বেপারি জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যা তাছলিমা আক্তার আখি,ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসনাত, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহবায়ক মনির হোসেন ছৈয়াল,যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম শ্যামল,মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়,এখলাছপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেলসহ মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ মহিলা লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মি ও এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয় ৷

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়