শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ০৮:৪৪

ছারছীনা পীর ছাহেবের সফর সঙ্গী তুষপুরী হুজুর আর বেঁচে নেই

স্টাফ রিপোর্টার
ছারছীনা পীর ছাহেবের সফর সঙ্গী তুষপুরী হুজুর আর বেঁচে নেই

ছারছীনা শরীফের হযরত পীর ছাহেব হুজুরের সফর সঙ্গী ও জেলা জমইয়াতে হিযবুল্লাহর উপদেষ্টা মাওঃ মোঃ সিরাজুল হক পাটওয়ারী (তুষপুরী হুজুর) আর বেঁচে নেই। তিনি ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ২ জুলাই রোববার রাত ৮টা ১৫ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বৎসর। তিনি স্ত্রী,৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।

তুষপুরী হুজুরের জানাজার নামাজ সোমবার বাদ জোহর মতলব দক্ষিণ উপজেলায় ছালেহিয়া হাফেজিয়া মাদরাসা মাঠে (নিজ বাড়ি) অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ছারছীনা পীর ছাহেবের ছোট শাহেবজাদা

মাওঃ শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ। মরহুমের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন ছারছীনা পীর ছাহেবের মেজো জামাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মাওঃ হাফেজ রুহুল আমিন, ছারছীনা পীর ছাহেবের ছোট জামাতা ও সোনাকান্দা দরবার শরীফের পীর ছাহেব মাওঃ মাহমুদুর রহমান, জমইয়াতে হিযবুল্লাহর কেন্দ্রীয় নাজেমে আলা মাওঃ মোঃ আলী আকবর, চাঁদপুর জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার, সাধারণ সম্পাদক মাওঃ মোঃ মমিনুল ইসলাম খান, বানিয়াপাড়া দরবার শরীফের পীর ছাহেব মাওঃ আবু বকর সিদ্দিক আল কাসেমী, মরহুমের বেয়াই মাওঃ আবু জাফর মোহাম্মদ সাদিক, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ শুকুর পাটওয়ারী, নায়েরগাও উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মোল্লা, তুষপুরী হুজুরের বড় ছেলে মাওঃ মোঃ মাহমুদুল হক ও ছোট ছেলে দারুন্নাজাত কামিল মাদরাসার তাখসিস শাখার উপাধ্যক্ষ মাওঃ মোঃ মাকসুদুল হক পাটওয়ারী প্রমুখ। পরে

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, আলহাজ্ব মাওঃ মোঃ সিরাজুল হক পাটওয়ারী (তুষপুরী হুজুর) ছারছীনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা আল্লামা শাহ্ সূফী নেছার উদ্দিন আহমদ (রহঃ) এর হাতে বায়াত গ্রহণ করে ছিলেন। পরবর্তীতে আল্লামা শাহ্ সূফী আবু জাফর মুহাম্মদ ছালেহ (রহঃ) ও বর্তমান বাংলাদেশের জমইয়াতে হিযবুল্লাহর আমীর ও ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ [মাদ্দা জিল্লুর আলী] এর সান্নিধ্যে তরিকতের বৃহত্তর খেদমত করে গেছেন।

ছারছীনা পীর ছাহেবের শোক

বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর ও ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেববুল্লাহ (মাঃজিঃআঃ) চাঁদপুরের বিশিষ্ট আলেম মাওলানা মোঃ সিরাজুল হক পাটওয়ারী তুষপুরী হুজুর একজন মুহাক্কাকেক আলেম ছিলেন। তিনি এক শোক বার্তায় মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

জমইয়াতে হিযবুল্লাহর

জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন খন্দকার ও সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মমিনুল ইসলাম খান এক শোকবার্তায় বলেন, মরহুম মাওঃ মোঃ সিরাজুল হক পাটওয়ারী তুষপুরী হুজুর একজন তরীকতপন্থী আলেম ছিলেন। তিনি জীবদ্দশায় নিয়মিত সুন্নতে নববীর অনুসরণের ছারছীনার পীর ছাহেব কেবলার অনুসৃত পথে জীবন-যাপন করতে চেষ্টা করেছেন। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি এবং শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়