প্রকাশ : ০১ জুলাই ২০২৩, ২২:৫৫
চাঁদপুর রুপসী রোটার্যাক্ট ক্লাবের কলার হস্তান্তর ও ক্লাব এসেম্বলি প্রারম্ভ অনুষ্ঠিত
১জুলাই শনিবার দুপুরে চাঁদপুর রুপসী রোটার্যাক্ট ক্লাবের কলার হস্তান্তর ও ক্লাব এসেম্বলি প্রারম্ভ অনুষ্ঠিত হয়েছে। সভায় বিদায়ী সভাপতি রোঃ শিশির সাহা সদ্য নবনিযুক্ত সভাপতি রোঃ সুমাইয়া আক্তারকে সভাপতি কলার পড়িয়ে দিয়ে সভাপতির দায়িত্ব অর্পন করেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি ও রোটার্যাক্ট কমিটির চেয়ারম্যান অ্যাডঃ সাইয়েদুল ইসলাম পিএইচএফ, চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটাঃ অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন (পিএইচএফ), সেক্রেটারী রোটাঃ উজ্জ্বল হোসাইন আরএফএসএম।
|আরো খবর
এছাড়া উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট অফিসিয়াল রোঃ পিপি মোহাম্মদ হাবিবুর রহমান টিটু (ডিস্ট্রিক্ট সেক্রেটারি), রো. আইপিপি রাতিবুল ইসলাম তুষার (জোনাল রিপ্রেজেনটেটিভ), রো. আইপিপি নাজমুল ইসলাম নিলয় (জোনাল রিপ্রেজেনটেটিভ), রো. আইপিপি মঞ্জুরুল আলম (রিজোনাল সেক্রেটারি)সহ অন্যান্য সকল ক্লাব সদস্যবৃন্দ।