শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ২৭ জুন ২০২৩, ১৬:৩৬

কাভার্ড ভ্যানের চাপায় সড়কে ঝরলো সিএনজি স্কুটার যাত্রীর প্রাণ

কামরুজ্জামান টুটুল
কাভার্ড ভ্যানের চাপায় সড়কে ঝরলো সিএনজি স্কুটার যাত্রীর প্রাণ

কাভার্ড ভ্যানের চাপায় সড়কেই ঝরলো সিএনজি স্কুটার যাত্রী তাজুল ইসলাম (৫৫) প্রান। একই ঘটনায় সিএনজি চালিত স্কুটারের অপর ৩ যাত্রী রয়েছে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে। মঙ্গলবার  (২৭ জুন )বেলা আড়াইটার দিকে ঘটনাটি ঘটে

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের এনায়েতপুরের বটতলায়। নিহত তাজুল ইসলাম পাশের শাহরাস্তি উপজেলার  টামটা উত্তর ইউনিয়নের কুলশী চৌকিদার বাড়ির মৃত আব্দুল খালেকের ছেলে।  

প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী রোটা: জাহাঙ্গীর আলম জানান, সিএনজি চালিত স্কুটারটি হাজীগঞ্জ থেকে যাত্রী নিয়ে শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজারে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা চাঁদপুরগামী একটি কাভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলে সিএনজি স্কুটারটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় মারাত্বক আহত সিএনজি স্কুটার যাত্রীদের আত্মচিৎকারে পাশের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়। 

নিহতের পারিবারিক সূত্র জানায়, ৪ কন্যা আর ২ পুত্র সন্তানের জনক তাজুল ইসলাম শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে নৈশ প্রহরী ও একটি বেসরকারি হাসপাতালে কাজ করতেন। মূলত ঐ হাসপাতালের কিছু ঔষধ আনতে গিয়ে ফেরার পথে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, নিহত তাজুল ইসলামের লাশ আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়না তদন্তের জন্য নিয়ে এসেছি। এ ঘটনায় অপর আহতদের তাৎক্ষনিক পরিচয় পাওয়া যায়নি। 

একজন মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করে উপজেলা স্বাস্থ কর্মকর্তা ডা: গোলাম মাওলা জানান, আহতদের অবস্থা বেগতিক হওয়ার কারনে সবাইকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

 হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান,কাভার্ড ভ্যান ও সিএনজি চালিত স্কুটারটি আমাদের হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলান প্রস্ততি নেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়