শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ২৫ জুন ২০২৩, ২০:২৬

কোস্টগার্ড ও ডিএনসি'র অভিযানে গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
কোস্টগার্ড ও ডিএনসি'র অভিযানে গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড

চাঁদপুর সদর উপজেলা মেঘনার পশ্চিমপাড় কোম্পানির চরে যৌথ অভিযান চালিয়ে

০১ কেজি ২৫ গ্রাম গাঁজাসহ ১ জনকে আটক করেছে কোস্ট গার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর।

রবিবার (২৫ জুন ২০২৩) বিকেলে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এইদিন আনুমানিক বেলা সাড়ে ১১ টার সময় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর কর্তৃক যৌথভাবে চাঁদপুর সদর মোহনা সংলগ্ন কোম্পানীর চর নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি স্টিল বডি ট্রলার তল্লাশী করে আনুমানিক ০১ কেজি ২৫ গ্রাম গাঁজাসহ ০১ জনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি মোঃ নাজমুল হোসেন (২৮) চাঁদপুর থানার উত্তর শ্রীরামদি গ্রামের বাসিন্দা।

তিনি আরও বলেন, অভিযান চলাকালীন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হেদায়েত উল্যাহ মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ মাদক (গাঁজা) ব্যাবসায়ীকে ০৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান ও ১০০ টাকা অর্থদণ্ড করেন। পরবর্তীতে জব্দকৃত গাঁজা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং স্টিল বডি ট্রলারের নিলাম কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়