প্রকাশ : ০৮ অক্টোবর ২০২২, ২১:৩৯
বাংলাদেশ স্ট্যাম্প ভেন্ডার সমিতি চাঁদপুর জেলা শাখার নির্বাচন সম্পন্ন
মেজবাহ সভাপতি ও সুমন সাধারণ সম্পাদক পদে বিজয়ী
চাঁদপুর জেলায় এই প্রথমবারের মতো বাংলাদেশ স্টাম্প ভেন্ডার সমিতি চাঁদপুর জেলা শাখার নির্বাচন ৮ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চাঁদপুর জেলা সদর দলিল লেখকদের কার্যালয়ে উক্ত নির্বাচনের ভোটগ্রহণ করা হয়।
|আরো খবর
বাংলাদেশ স্টাম্প ভেন্ডার সমিতি চাঁদপুর জেলা শাখার নির্বাচনে মুলত সংগঠনের ১৯টি পদের মধ্যে ৩টি পদের নির্বাচন অনুষ্ঠিত হয় । এই ৩টি পদ হচ্ছে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ১৬২ জন ভোটারদের মধ্যে ১৫১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
তার মধ্যে মেজবাহ উদ্দিন চৌধুরী চেয়ার প্রতীকে ৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুর রহমান ছাতা প্রতীকে পেয়েছেন ৫৭ ভোট। সাধারণ সম্পাদক পদে আক্তার হোসেন খান সুমন মাছ প্রতীকে ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খাজা আনোয়ার আহমেদ পেয়েছেন ৭৫ ভোট।
আর সাংগঠনিক সম্পাদক পদে কামাল হোসেন মিয়াজী চশমা প্রতীকে ৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম শোভন ফুটবল প্রতীকে পেয়েছেন ৬৩ ভোট।
এদিকে এ নির্বাচনকে কেন্দ্র করে ভোট কেন্দ্রের সামনে প্রার্থীদের সমর্থকদের মুহুর্মুহু শ্লোগানে মুখরিত ছিলো পুরো দুপুর ১টা পর্যন্ত।
এই প্রথম বারের স্টাম্প ভেন্ডার সমিতি চাঁদপুর জেলা শাখার নির্বাচন কে কেন্দ্র করে নির্বাচন আয়োজক কমিটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সকৎল রক্রিয়া সম্পূর্ণ করে রেখে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করে। ফলে অত্যান্ত সৌহার্দ্যপূর্ণ উৎসব মুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করা হয়।
এদিকে নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচনী কার্যক্রম দেখতে শহরের বিভিন্ন সুধীজন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। ভোটগ্রহণ শেষে নির্বাচনের দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার এমআই মমিন খান ভোটের ফলাফল ঘোষণার পূর্বে এই, নির্বাচন সফল সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সরব উপস্থিতির জন্যেও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।