বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৯:৩৯

ফরিদগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের উপর হামলা : আহত ৫

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের উপর হামলা : আহত ৫

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে এসএসসি পরীক্ষার্থীদের গাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ৫জন পরীক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রূপসা গ্রামের সফিক মেম্বার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার উপজেলার রূপসা কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষা শেষে লাউতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা গাড়ী যোগে বাড়ি যাওয়ার পথে ১০/১২জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। এসময় তারা অটোরিকশা গাড়ীটি ভাংচুর করাসহ গাড়ীর ভিতরে থাকা শিক্ষার্থীদের মারধর করে।

শিক্ষার্থী নাইমুর রহমান জানায়, শাকিল ও ইয়ামিন এদের সঙ্গীয়রা আমাদের সাথে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। গত ২৬ সেপ্টেম্বর পরীক্ষার পরে আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করার একপর্যায়ে তাদের সাথে কথাকাটাকাটি হয়। এরই জের ধরে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) পরীক্ষার পর শাকিল ও ইয়ামিন সহ আরো ১০ /১২ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। হামলায় আমিসহ আরাফাত হোসেন ,গাড়ির ড্রাইভার নিরব হোসেন,গাড়িতে থাকা ২ জন ছাত্রী দিপা আক্তার ও মানছুরা বেগমসহ মোট ৫জন আহত হয়।

পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায। এব্যাপারে এসএসসি পরীক্ষার্থী নাইমুর রহমান বাদী হয়ে মঙ্গলবার বিকালে থানায় লিখিত অভিযোগ করে।

এব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি(তদন্ত) প্রদীপ মন্ডল জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়