প্রকাশ : ২৬ মে ২০২২, ১৯:১৫
ছেংগারচর উবির প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির অভিষেক উপলক্ষে সাংবাদিক সম্মেলন
মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির অভিষেক বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে সাংবাদিক সম্মেলন করা হয়।
|আরো খবর
২৬ মে বৃহস্পতিবার স্কুল অডিটোরিয়ামে স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বেনজির আহমেদের সভাপতি এবং ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক রেফায়েত উল্যাহ দর্জির সঞ্চালনায় সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ও ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আরিফ উল্যাহ সরকার।
এ সময় উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সাবেক সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর আবু জাফর সরকার ডালিম, ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক শাজাহান মোল্লা, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শরীফ উল্যাহ সরকার, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, উপজেলা যুবলীগ নেতা মিল্টন সরকার, ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ সরকার, যুবলীগ নেতা ওমর খান, শাহাদাৎ খান, হারিছ খান। সাংবাদিক সম্মেলনে জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, আগামী ৪ জুন শনিবার স্কুল ক্যাম্পাসে দিনব্যাপী ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির অভিষেক, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনিষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শাহ আলম এবং অনুষ্ঠান সঞ্চালনা করবেন আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ও ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আরিফ উল্যাহ সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ নূরুল আমিন রুহুল। অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডঃ রুহুল আমিন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহমদ মঞ্জু, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস, মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান (মিজান)। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন দেশ বরেণ্য শিল্পী মমতাজ বেগম এমপি।