শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১৩:১১

বদরগঞ্জে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

ফারুক হোসেন নয়ন
বদরগঞ্জে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

রংপুরের বদরগঞ্জে উপজেলার রাধানগর ইউনিয়নের মাদারগঞ্জ হাটে ইউনিয়ন বিএনপি নেতা লাভলু মৃধার বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) বিকেলে আয়োজিত এ সম্মেলনে লাভলু মৃধা (রাধানগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক) বলেন, প্রতিবন্ধী এক নারীর জমি আত্মসাৎকে কেন্দ্র করে মাদারগঞ্জ বাজারে একটি ধাক্কাধাক্কি ও মারামারি ঘটনা ঘটে। সেই ঘটনার সময় আমি তারাগঞ্জ উপজেলায় ছিলাম। কিন্তু আমাকে হুকুমের আসামি করে সম্প্রতি আমার বিরুদ্ধে বদরগঞ্জ থানায় যে মামলা দায়ের করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। কিছু অসাধু ব্যক্তি বা গোষ্ঠী আমার সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এই অপচেষ্টা চালাচ্ছে।"

তিনি আরও বলেন, “আমি আইন ও ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু আমার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, তা একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। এর মাধ্যমে আমাকে সামাজিক ও মানসিকভাবে হয়রানি করা হচ্ছে।"

তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করা হোক এবং তাঁর ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, "আমি সত্য ও ন্যায়ের পক্ষে আছি। আশা করি আপনারা সত্যটি জনগণের সামনে তুলে ধরবেন।"

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়