প্রকাশ : ১৯ এপ্রিল ২০২২, ২২:১৬
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা শাখার ইফতার
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৯ এপ্রিল জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলর নির্বাচন-২০২২-এর গ্রুপ-ডি’র সদস্য পদপ্রার্থী সিনিয়র আইনজীবী এটিএম ফয়েজ উদ্দিন।
|আরো খবর
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদৌস শাহীনের সভাপ্রধানে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, সিলেট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সদস্য ও সিনিয়র আইনজীবী আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মোস্তাক আহমেদ।
ফোরামের সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী অ্যাডঃ এজেডএম রফিকুল হাসান রিপনের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ আবদ্ল্লুাহ আল মামুন, সাবেক সভাপতি ও জেলা গণফোরামের সভাপতি অ্যাডঃ সেলিম আকবর, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের পিপি অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, ইসলামী 'ল' কাউন্সিল চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডঃ শেখ আবুল খায়ের সালেহ, কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক অ্যাডঃ সি.এম আহাদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন হীরা, অ্যাডঃ হেদায়েত হোসেন তানভীর, অ্যাডঃ আব্দুস ছামাদ, অ্যাডঃ নাসির উদ্দীন সাদিক, অ্যাডঃ মাহবুবুর রহমানসহ চাঁদপুর জেলা আইনজীবী সমিতির আইনজীবীসহ অতিথিবৃন্দ