শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২২, ১৯:২৩

নিখোঁজের কিছুক্ষণ পরেই লাশ মিললো দুই ভাইয়ের

কামরুজ্জামান টুটুল
নিখোঁজের কিছুক্ষণ পরেই লাশ মিললো দুই ভাইয়ের

নিখোঁজের পর থেকে সময় মাত্র ঘন্টা দেড়েক। খুঁজে নিজ বাড়ির পুকুরের পানি থেকে তুলে আনা হলো আপন দুই ভাই সাইমুন (৭) ও তামিম (৫)কে। দ্রুত নেয়া হলো উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। কর্মরত চিকিৎসক ঘোষণা দিলেন হাসপাতালে নেয়ার আগেই মারা গেছে দুজনেই। গ্রাম জুড়ে শুরু হয় শোকের মাতম। হাজার হাজার গ্রামবাসী দেখতে আসে উঠানে শুইয়ে রাখা দুই ভাইকে দেখতে। মর্মান্তিক আর হৃদয় বিদারক ঘটনাটি বুধবার ১৩ এপ্রিল দুপুরে ঘটে হাজীগঞ্জের ১নং রাজারগাঁও ইউনিয়নের মাকুন্দসার পাটোয়ারী বাড়িতে। নিহতরা দুই ভাই এ বাড়ির সাইফুল ইসলাম পাটোয়ারীর সন্তান।

স্থানীয় আলমগীর কবির জানান, সাইমুন আর তামিম দুই ভাই। তারা সবসময় একত্রে খেলাধুৃলা করে, চলাফেরা করে। সারাক্ষন বাড়িতে থাকে। হঠাৎ করে দুপুরের পর থেকে দুজনেই নিখোঁজ হয় বাড়ি থেকে। খুঁজতে শুরু করে বাড়ির সবাই। প্রায় দেড় ঘন্টা পর নিজেদের বাড়ির পুকুরে ভেসে উঠে সাইমুন আর তামিম। পুকুর থেকে উদ্ধার করে দু"জনকে পাশের মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষনা করে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতদের দেখতে এলাকার হাজার হাজার নারী পুরুষ পাটোয়ারী বাড়িতে ভিড় জমায়। দুই শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করে রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী বলেন সাইফুল ইসলামের দুই সন্তানের মধ্যে দুজনই একত্রে মারা গেলো, যা কষ্টকর আর হৃদয় বিদারক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়